দর্শকদের নাড়া দিচ্ছে, এমন কাজ করতে পারলে বেশি ভাল লাগে : ফারহান
মুশফিক আর ফারহান ও তানজিন তিশা অভিনীত ‘কঞ্জুস’ শিরোনামের নাটকটি অন্তর্জালে আলোচনায় এসেছে। মহিদুল মহিম পরিচালিত নাটকটি এখন বাংলাদেশের ইউটিউব ট্রেডিংয়ে এক নাম্বারে আছে।
বছরের শুরুতেই এমন সফলতা প্রসঙ্গে অভিনেতা মুশফিক আর ফারহান বলছেন, ‘বছরটা দারুণভাবে শুরু করতে পারলাম। নাটকের গল্পটা শুধু মজার নয় জীবনবোধের একটা উপলদ্ধিও আছে। দর্শকদের নাড়া দিচ্ছে, এমন কাজ করতে পারলে বেশি ভাল লাগে।’
তানজিন তিশা বলেছেন, ‘নাটকটির গল্প আমাকে প্রভাবিত করেছে। প্রচারের পর ভালোই সাড়া পাচ্ছি। তবে আমার মনে হয় নাটকটি বেশ বড় সাফল্য পাবে।’
নির্মাতা মহিদুল মহিম বলেন, ‘আমার প্রতিটি নির্মাণ দর্শকদের জন্য। তাই তারা যখন আমাদের কাজগুলো দেখে এবলং তাদের ভালোলাগা- ভালবাসার কথা জানান তখনই কাজের স্বার্থকতা অনুভব করি।’
গল্পে দেখা যায়, তিন মেয়ে নিয়ে তিশা-ফারহানের পাঁচজনের বড় সংসার। সেখানে ফারহান একজন কঞ্জুস চরিত্রের। যে কি না সব কিছুতেই শুধু হিসাব করে বেড়ায়। খাওয়া-দাওয়া থেকে শুরু করে সব কিছুতেই হিসাব। পয়সা খরচ হবে বলে আত্মীয়স্বজন কাউকেই তিনি বাসায় নিয়ে আসতে চান না। বিষয়টি তিশার কাছে বিরক্ত লাগলেও তার করার কিছু থাকে না। এভাবেই নানা মজার মজার ঘটনার মধ্য দিয়ে গল্প এগিয়ে যেতে থাকে। আর শেষে সুন্দর জীবন বোধের উপলব্ধি নিয়ে গল্প শেষ হয়।