অতীত থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে : ওবায়দুল কাদের
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ছাত্রলীগকে উদ্দেশ করে বলেছেন, বর্তমানে ছাত্রলীগের পতাকা যাদের হাতে আছে, তাদের অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নব পথযাত্রার সূচনা করতে হবে।
আজ শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলাভবন সংলগ্ন অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সেতুমন্ত্রী।
ওবায়দুল কাদের ছাত্রলীগের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে উদ্দেশ করে বলেন, ‘প্রেসিডেন্ট সেক্রেটারির কমিটি হয়েছে। এখনও আমাদের অনেক পথ চলার বাকি রয়েছে। ছাত্রলীগকে আজ শপথ নিতে হবে যে, বাকি কমিটি পূর্ণাঙ্গ করতে যেন প্রলম্বিত না হয়ে যায়। অনেক কর্মী আশা নিয়ে বসে আছে। এজন্য কমিটি পূর্ণাঙ্গ করতে দেরি করার কোনো সুযোগ নেই। আমাদের এই সময়ে অনেক চ্যালেঞ্জ রয়েছে। আরও অনেক সংগ্রাম করে এগোতে হচ্ছে। আমরা প্রতিকূল স্রোতে সাঁতার কেটে এগোচ্ছি। এই যুদ্ধে আমাদের জয়ী হতে হবে। সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষক বিএনপি-জামায়াতের বিরুদ্ধে জয়ী হতেই হবে।’
ছাত্রলীগের নেতাকর্মীদেরকে অনুপ্রেরণা দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘রাজনীতি কমিটমেন্টের বিষয়। রাজনীতিতে কমিটমেন্ট থাকলে রেজাল্ট একদিন আসবেই। মূল্যায়ন একদিন হবেই। অনেক সংগ্রাম আর বাধা-বিপত্তি পেরিয়ে আমি আজ আওয়ামী লীগের তিনবারের সাধারণ সম্পাদক। আমি আজ মোট ১৭ বছরের একজন মন্ত্রী।’
সেতুমন্ত্রী আরও বলেন, ‘আমরা বঙ্গবন্ধুর পুষ্পিত আদর্শের একজন সৈনিক। আমরা শেখ হাসিনার জন্য নিবেদিত প্রাণ এবং কমিটেড কর্মী। এটা আমাদের সবারই পরিচয়। আমাদের আজ প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে যে, আমরা গৌরবান্বিত অতীতের সৌরভ ছড়াব।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘সারা বিশ্ব আজ চ্যালেঞ্জিং টাইম অতিক্রম করছে। সামনে আরও কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া লাগতে পারে। এই চ্যালেঞ্জ আমাদের অতিক্রম করতেই হবে। আমাদের মনে রাখতে হবে, আমরা আত্মশুদ্ধিতে বলিয়ান। আমরা শেখ হাসিনার নেতৃত্বের সৌরভে উদ্ভাসিত।’
ছাত্রলীগের বিভিন্ন কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বের ছাত্রলীগ সেদিন কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছে। করোনা সংকটে ঘরে-ঘরে গিয়ে চিকিৎসাসামগ্রী পৌঁছে দিয়েছে। এজন্য আমি ছাত্রলীগকে সাধুবাদ জানাই।’