ম্যানসিটিকেও হারিয়ে দিল লিস্টার সিটি
ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের স্বপ্ন ক্রমে জোরদার হচ্ছে লিস্টার সিটির। গত সপ্তাহে লিভারপুলকে হারিয়ে শীর্ষস্থান পাকাপোক্ত করেছিল তারা। আর শনিবার ইংল্যান্ডের অন্যতম সেরা ক্লাব ম্যানচেস্টার সিটিকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জয়ের দৌড়ে অনেকখানি এগিয়ে গেছে লিস্টার সিটি। দ্বিতীয় স্থানে থাকা টটেনহামের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ৫।
২৫ ম্যাচ শেষে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিস্টার সিটি। দ্বিতীয় স্থানে থাকা টটেনহামের সংগ্রহ ৪৮ পয়েন্ট। লিস্টার সিটির বিপক্ষে হেরে যাওয়ায় ২৫ ম্যাচ শেষে ৪৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ম্যানসিটি। রোববার রাতে জয় পেলে ৪৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে আসতে পারবে আর্সেনাল। চতুর্থ স্থানে নেমে যেতে হবে ম্যানসিটিকে।
নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে শুরুতেই পিছিয়ে পড়েছিল ম্যানচেস্টার সিটি। তিন মিনিটের মাথায় গোল করেছিলেন লিস্টার সিটির ডিফেন্ডার রবার্ট রুথ। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেছিল লিস্টার সিটি। ৪৮ মিনিটে দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেছিলেন রিয়াদ মাহরেজ। ৬০ মিনিটে আরেকটি গোল করে দলের জয় প্রায় নিশ্চিতই করে ফেলেন রবার্ট রুথ। ৮৭ মিনিটে ম্যানসিটির পক্ষে সান্ত্বনাসূচক একটি গোল করতে পেরেছেন আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো।
প্রিমিয়ার লিগে নিজেদের পরবর্তী ম্যাচে লিস্টার সিটি খেলবে আর্সেনালের বিপক্ষে। এই ম্যাচে জয় পেলে শিরোপা জয়ের পথে আরো বেশ খানিকটা এগিয়ে যাবে লিস্টার সিটি।