লতিফের উপস্থিতিতে ক্ষমা চাইলেন ছাপাখানার মালিক
চট্টগ্রামের সাংসদ এম এ লতিফের শরীরের ছবি দিয়ে বঙ্গবন্ধুর ছবি বিকৃতি করার দায় স্বীকার করে হায়দার প্রিন্টার্সের (ছাপাখানা) মালিক ও কর্মচারী জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।
আজ রোববার দুপুরে চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ ক্ষমা প্রার্থনা করেন তাঁরা। এ সময় বন্দর, পতেঙ্গা আসনের আওয়ামী লীগের সাংসদ এম এ লতিফ বক্তব্য রাখেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, চট্টগ্রাম চেম্বারের পোস্টার ও ফেস্টুন তৈরির প্রতিষ্ঠান আন্দরকিল্লার হায়দার প্রিন্টার্স বঙ্গবন্ধুর ছবি বড় করতে গিয়ে এম এ লতিফের ছবি ব্যবহার করেছে। চেম্বারের কর্মচারী রাজীব দাসের মোবাইল থেকে মুজিব কোট পরা এম এ লতিফের ছবি দিয়ে বড় ফেস্টুন তৈরি করে প্রতিষ্ঠানটি।
সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধুর ছবি বিকৃতি করার ঘটনা উদঘাটন করতে পেরেছেন বলে দাবি করেন এমপি লতিফ। এ ঘটনায় আওয়ামী লীগের অপর একটি অংশকে দায়ী করার বক্তব্য প্রত্যাহার করে নেন চট্টগ্রাম চেম্বারের সাবেক এ নেতা। তবে এ ঘটনার জন্য দলের যেকোনো সিদ্ধান্ত মাথা পেতে নেবেন বলে জানান এম এ লতিফ।
এদিকে, বঙ্গবন্ধুর ছবি বিকৃতি করার দায়ে সাংসদ লতিফকে তিন দিনের মধ্যে জাতির কাছে ক্ষমা প্রার্থনার দাবি জানিয়েছে বন্দর-পতেঙ্গা এলাকার আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন।
সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান। সমাবেশে নগর আওয়ামী লীগ নেতা হাজি ইকবাল ও বন্দর এলাকার কাউন্সিলর হাজি জাহাঙ্গীর আলম বক্তব্য রাখেন। তিন দিনের মধ্যে সাংসদ লতিফ জাতির কাছে ক্ষমা প্রার্থনা না করলে বন্দর ও পতেঙ্গা এলাকায় এমপি লতিফকে অবাঞ্ছিত করার ঘোষণা দেওয়া হয়।