‘রক এন রোল’ কিংবদন্তি এলভিসের কন্যা লিসা মারা গেছেন
‘রক এন রোল’ কিংবদন্তি এলভিস প্রেসলির একমাত্র সন্তান লিসা মেরি প্রেসলি (৫৪) মারা গেছেন। লিসার মায়ের বরাতে আজ শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
লিসার মা বলেন, ‘ভারাক্রান্ত হৃদয় নিয়ে বিধ্বংসী এ সংবাদটি আমাকে শেয়ার করতে হচ্ছে যে, আমার সুন্দরী মেয়ে লিসা মেরি আমাদের ছেড়ে চলে গেছে।’
লিসাকে গতকাল বৃহস্পতিবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। গণমাধ্যমের খবরে বলা হয়, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
গণমাধ্যমের খবরে আরও বলা হয়, ক্যালিফোর্নিয়ার ক্যালাবাসাসে তার বাড়িতে তাকে প্রতিক্রিয়াহীন অবস্থায় পাওয়া গেলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এক বিবৃতিতে লিসার মা বলেন, ‘আমার জানা মতে সে ছিল সবচেয়ে আবেগী, দৃঢ় এবং প্রেমময় নারী।’
তবে তার মা মৃত্যুর সম্ভাব্য কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।
লিসা মেরি প্রেসলি নিজেও একজন জনপ্রিয় গায়িকা ছিলেন।