পিআরপি থেরাপিতে কি চুল পড়া বন্ধ হয়
চুল পড়া সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। খাদ্যাভ্যাস, জীবন যাপন আর বায়ুদূষণের ফলেও চুল পড়ে। চুল পড়া নিয়ে অনেকে চিন্তিত। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে চুল পড়া সমস্যা ও এর প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে চুল পড়া সমস্যা ও এর প্রতিকার নিয়ে কথা বলেছেন রেডিয়েন্স লেজার ক্লিনিকে চর্মরোগ বিভাগের চিফ কনসালটেন্ট ডা. জাহিদা নাসরিন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ডা. সামিউল আউয়াল স্বাক্ষর।
যখন রোগী ডাক্তারের শরণাপন্ন হচ্ছেন, একেবারে প্রথম দিকেই কি আপনারা পিআরপির (প্লাটিলেট-রিচ প্লাজমা) দিকে যান, না কি তার আগে অন্যান্য কিছু বা মুখে খাওয়ার ওষুধ কিংবা অন্যান্য ওষুধ চেষ্টা করে থাকেন, তার পরবর্তী সময়ে পিআরপির দিকে অগ্রসর হন, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. জাহিদা নাসরিন বলেন, ডিপেন্ড করছে আসলে যিনি আসছেন আমাদের কাছে তাঁর কন্ডিশন কী রকম। উনি যদি একদম খুব খারাপ অবস্থা নিয়ে আসেন, সে ক্ষেত্রে আমরা খুব বেশি দেরি না করে পিআরপি অ্যাডভাইস করে থাকি। আর যদি মিডিয়াম লেভেলের দিকে থাকে বা নতুন মাত্র হেয়ার ফল শুরু হয়েছে, সে ক্ষেত্রে আমরা কখনও সাপ্লিমেন্ট দিয়ে শুরু করি।
যখন পিআরপি চলমান, তখনও কি মুখে খাবার বা কোনও ধরনের সাপ্লিমেন্ট প্রয়োজন হয় কি না এই পিআরপি থেরাপির সাথে, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. জাহিদা নাসরিন বলেন, হ্যাঁ, অবশ্যই প্রয়োজন হয়। কারণ, পিআরপি ট্রিটমেন্ট যেটা, সেটা তো চুল গজানোর কাজ করছেই। কিন্তু এটাকে আরও স্ট্রঙ্গার করে, ইফেক্টিভ করে যখন আমরা মুখে সাপ্লিমেন্ট দিচ্ছি বা টপিক্যাল আরও কিছু মেডিসিন দিয়ে রাখছি। তখন কমবাইন্ডলি ট্রিটমেন্টটা সবচেয়ে ইফেক্টিভ হয়।
এই পিআরপিতে কী করা হয়, সেই পদ্ধতিটি আপনার কাছ থেকে জানতে চাই, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. জাহিদা নাসরিন বলেন, পিআরপি হলো প্লাটিলেট-রিচ প্লাজমা থেরাপি। আমরা পেশেন্টের কাছ থেকে, যাঁকে আমরা পিআরপি করছি, তাঁর কাছ থেকে একটি নির্দিষ্ট পরিমাণ ব্লাড নিয়ে থাকি, সেটা ২০ এমএল হতে পারে, ৩০ এমএল হতে পারে। ব্লাডটা নিয়ে আমরা একটি নির্দিষ্ট মেশিনের মাধ্যমে প্লাজমাটাকে সেপারেট করে থাকি এবং সেপারেট করে প্লাজমাতে যে গ্রোথ ফ্যাক্টরের লেভেল থাকে, সেই গ্রোথ ফ্যাক্টরের লেভেলটা কালেক্ট করে আমরা ইনজেকশন দিয়ে; ছোট্ট ইনসুলিনের সিরিঞ্জ সেটা, একদম খুবই ছোট, এটা দিয়ে পেশেন্টের স্কাল্পে ইনজেক্ট করে দিই।
সে ক্ষেত্রে ব্যথা পাওয়ার কোনও উপক্রম আছে কি না, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. জাহিদা নাসরিন বলেন, কিছুটা ব্যথা তো সে পাবেই, যেহেতু একটা ইনজেকশন। তবে একটু আগেই বললাম, ইনসুলিনের সিরিঞ্জ। যেটা দিয়ে মানুষ নিজে নিজেই ইনসুলিন নিতে পারে। খুবই সামান্য ব্যথা, কিন্তু ওটাও পাওয়ার কোনও স্কোপ নেই এ জন্য বলব যে আমরা এনেসথেটিক জেল দিয়ে স্কাল্পটাকে নামড করে নিই এবং যখন আমরা প্রসিডিউর শুরু করি, তার আগে কয়েকটা ব্যথানাশক ইনজেকশন দিয়ে নিই।
চুল পড়া সমস্যা ও প্রতিকার সম্পর্কে আরও জানতে উপর্যুক্ত ভিডিওতে ক্লিক করুন। এ ছাড়া স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে এনটিভি হেলথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জানুন বিশেষজ্ঞের পরামর্শ।