সলেদার এখনো ইউক্রেনের নিয়ন্ত্রণে, দাবি জেলেনস্কির
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লবণ খনি সমৃদ্ধ শহর সলেদারে মস্কো সমর্থিত বাহিনীর বিরুদ্ধে লড়াই এখনো লড়াই চালিয়ে যাচ্ছে জেলেনস্কির যোদ্ধারা। এ বিষয়ে শুক্রবার (১৩ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তুমুল লড়াইয়ের কবলে পড়ে সেখানে শিশুসহ পাঁচ শতাধিক বেসামরিক নাগরিক আটকা পড়েছেন।
সলেদার নিয়ন্ত্রণে রাখাটা ইউক্রেন-রাশিয়া উভয় দেশের জন্যই গুরুত্বপূর্ণ। রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চল হওয়ায় শহরটিতে ভারী অস্ত্র নিয়ে হামলা চালাতে কিছুটা সুবিধা হচ্ছে মস্কোর বাহিনীর। উভয়পক্ষের পাল্টাপাল্টি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যাচ্ছে।
সলেদারের নিয়ন্ত্রণ রাখায় বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দিবাগত রাতে ভার্চুয়ালি ভাষণে শহরের দুটি ইউনিটকে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বিস্তারিত না জানিয়ে তিনি বলেন, ‘শত্রুদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রেখেছে যোদ্ধারা। সেনারা নিজেদের অবস্থান এখনও ধরে রেখেছে।’
ইউক্রেনীয় প্রেসিডেন্ট আরও বলেন, দনবাসের পূর্ব শিল্প এলাকায় সলেদার এবং পার্শ্ববর্তী শহরগুলোয় সামরিক শক্তিবৃদ্ধির প্রয়োজনীয়তা কতটুকু সে বিষয়ে পর্যবেক্ষণ করছেন আমাদের জ্যেষ্ঠ কমান্ডাররা। এর প্রেক্ষিতে তারা ব্যবস্থা নিচ্ছে।