যশোরে আন্তর্জাতিক নাট্য উৎসবে ‘উজানে মৃত্যু’ মঞ্চস্থ
তিনটি প্রতীকী চরিত্রের অস্তিত্বহীন অনিশ্চিত গন্তব্যের পরিক্রমায় মানবজীবনের প্রকৃত সত্যের সন্ধান নিয়েই বিন্যস্ত হয়েছে ‘উজানে মৃত্যু’ নাটকটির কাহিনী। চরিত্রগুলো করেছে মানবজীবনের প্রকৃত সত্যের সন্ধান। সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত সবশেষ এই নাটকটি আজ সোমবার (১৬ জানুয়ারি) মঞ্চায়িত হয়েছে যশোরে আন্তর্জাতিক নাট্য উৎসবে। নাটকটি মঞ্চায়ন করেছে নাটকের দল পালাকার। থিয়েটার ক্যানভাসের আয়োজনে উৎসবে এটি ছিল পঞ্চম পরিবেশনা।
সন্ধ্যায় যশোর শিল্পকলা একাডেমির মঞ্চে নাটকটি মঞ্চায়ন হয়। এর নির্দেশনায় ছিলেন শামীম সাগর। নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হয় ২০১৮ সালের ১৬ মার্চ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- আসাদুজ্জামান শুভ, সাজ্জাদ হোসেন, চারু পিন্টু, শতাব্দী সানজানা, মুনিরা অবনী, সোনিয়া আক্তার, ফাহমিদা মল্লিক, অধরা হাসান প্রমুখ।
নাটকের নেপথ্যে কবিতাংশ পাঠ করেছেন- শেখজাদা প্রিয়ঙ্কর শুদ্ধ, শিল্প নির্দেশনায়- আমিনুর রহমান মুকুল, কোরিওগ্রাফি- অনিকেত পাল বাবু, আলোক পরিকল্পনা- বাবর খাদেমী, আলোক সহকারী- আরমান আলী অপু, সংগীত পরিকল্পনায়- অজয় দাশ, সংগীত প্রক্ষেপণ- অধরা হাসান।
উৎসবের আয়োজক থিয়েটার ক্যানভাসের প্রধান সম্পাদক কামরুল হাসান রিপন বলেন, ‘উজানে মৃত্যু নাটকের গল্পের ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকা দর্শন উপভোগ করেছে দর্শক। শিল্পীদের অভিনয়ে ছিল মুগ্ধতা।’
গত বৃহস্পতিবার যশোরে শুরু হয় ১২ দিনব্যাপী আন্তর্জাতিক নাট্য উৎসব। নাট্য উৎসবে মঞ্চস্থ হচ্ছে স্বনামধন্য নাট্যগোষ্ঠীর জনপ্রিয় সব নাটক। আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত চলবে এই উৎসব।
আগামীকাল সন্ধ্যা সাড়ে ছয়টায় একই মঞ্চে নাট্যকেন্দ্রের প্রযোজনায় মঞ্চায়িত হবে নাটক ‘পুণ্যাহ’। নাটকটির নির্দেশনায় ইউসুফ হাসান অর্ক।