আর্জেন্টিনার আগমন নিয়ে ডাকা বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত
আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসার কথা কারো অজানা নয়। সেই ভালোবাসাকে পুঁজি করে লিওনেল মেসিদের বাংলার মাটিতে দেখার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। সম্ভাবনাটি বাস্তবে রূপ পাওয়ার পথেই এগুচ্ছে। এর জন্য আজ বুধবার (১৮ জানুয়ারি) জরুরি সংবাদ সম্মেলন ডেকেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। দুপুরে সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই তা স্থগিতের ঘোষণা দিয়েছে বাফুফে।
বাফুফের বরাতে গতকাল (১৭ জানুয়ারি) জানা গেছে, আর্জেন্টিনা দল ঢাকায় আসার বিষয়টা নাকি চূড়ান্তের কাছাকাছি। এখন কেবল টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে আলোচনা চলছে। সেসবে কোনো সমস্যা না হলে জুনের ফিফা উইন্ডোতে বাংলাদেশে আসার কথা বিশ্ব চ্যাম্পিয়নদের।
এই বিষয়ে আলোচনা ও বিস্তারিত জানাতে আজ বুধবার বৈঠকে বসার কথা বাফুফের। বাফুফের পক্ষ থেকে জানানো হয়, জুন ২০২৩ উইন্ডোতে আর্জেন্টিনার বাংলাদেশে আসার সার্বিক বিষয়ে বাফুফে ভবনে হবে সংবাদ সম্মেলন।
কিন্তু আজ দুপুর না হতেই বাফুফের পক্ষ থেকে জানা যায়, ‘আজ ১৮ জানুয়ারি বুধবার দুপুর ২টা ২০ মিনিটে বাফুফের পূর্বনির্ধারিত প্রেস ব্রিফিংটি অনিবার্য কারণবশত অনুষ্ঠিত হচ্ছে না বিধায় আমরা আন্তরিকভাবে দুঃখিত।’
এর আগে ২০১১ সালে নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশে এসেছিল আর্জেন্টিনা। খেলা হয়েছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। এবার আসলে প্রতিপক্ষ কারা হবে, খেলা কোথায় হবে, জানা যায়নি কিছু। তবে স্টেডিয়াম সংস্কারের জন্য জাতীয় পরিষদকে চিঠি দেওয়া হয়েছে বাফুফে থেকে।