মুক্তি পেলেন বিএনপির সালাম-এ্যানি
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম এবং বিএনপির প্রচার সম্পাদক ও বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত পেয়েছেন।
আজ বুধবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে তারা মুক্তি পান। বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
সালাম ও এ্যানি মুক্তির খবর পেয়ে বিকেল থেকেই দলের নেতাকর্মীরা কারা ফটকে অপেক্ষা করতে থাকেন। সন্ধ্যায় তারা মুক্তি পাওয়ার পর নেতাকর্মীরা তাদের ফুলেল শুভেচ্ছা জানান।
গত বছর ৭ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।