ইউডিজেএফবির ব্যাডমিন্টন উৎসব
শারীরিক মানসিক সুস্থতায় সংবাদকর্মীদের জন্য শীতকালে ব্যাডমিন্টন খেলার আয়োজন করেছে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম (ইউডিজেএফবি)। আজ বুধবার (১৮ জানুয়ারি) রাজধানীর বাংলামোটর সংলগ্ন পান্থকুঞ্জ পার্কে ব্যাডমিন্টন উৎসবের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) নির্বাহী পরিচালক পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বলেন, ‘ঢাকায় খেলার মাঠ কমায় অপরাধ প্রবণতা বাড়ছে।’
নির্বাহী পরিচালক পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বলেন, ‘রাজধানীতে যে হারে খেলার মাঠ কমছে তাতে শিশু-কিশোরদের সুস্থভাবে বেড়ে ওঠার সুযোগ কমে যাচ্ছে। ফলশ্রুতিতে তারা অপরাধের দিকে ধাবিত হচ্ছে। আগামী প্রজন্মকে সুস্থভাবে গড়ে তোলার জন্য ঢাকায় খেলার মাঠ ও গণপরিসর বাড়ানো জরুরি।’
এ সময় নগরউন্নয়ন সাংবাদিক ফোরামের সভাপতি অমিতোষ পালের সভাপতিত্বে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন—ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আসাদুজ্জামান, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল কবির, ডিআরইউর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হেলিমুল আলম বিপ্লব, ইউডিজেএফবির সাধারণ সম্পাদক সোহেল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল খানসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘স্বার্থান্বেষী মহলের দখল, অপরিকল্পিত অবকাঠামো নির্মাণসহ ক্রমাগত কমছে খেলার মাঠ। খেলাধুলার সুযোগ সংকুচিত হওয়ার কারণে বাড়ছে অপরাধ। এমন বাস্তবতায় খেলাধুলার সুযোগকে সুস্থভাবে বেড়ে উঠতে মৌলিক অধিকার হিসেবে বিবেচনা করার সময় এসেছে। এর জন্য সঠিক পরিকল্পনা প্রণয়ন, প্রয়োজনীয় অর্থায়ন, কার্যকর বাস্তবায়ন ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় উদ্যোগ প্রয়োজন। উদ্বোধন শেষে সবাই ব্যাডমিন্টন ম্যাচে অংশ নেন। পুরো শীত এ উৎসব চলবে।’