কিশোরগঞ্জে পুলিশের মামলায় বিএনপির ৭ নেতাকর্মী কারাগারে
কিশোরগঞ্জে পুলিশের করা বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের দুটি মামলায় বিএনপির সাত নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। সদর ও করিমগঞ্জ উপজেলায় পুলিশ বাদী হয়ে বিস্ফোরক আইন করা দুটি মামলায় আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিএনপির ১৬ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
শুনানি শেষে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সায়েদুর রহমান খান নয় জনের জামিন মঞ্জুর করেন এবং সাত জনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো আদেশ দেন।
তন্মধ্যে গত বছরের ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তিন জন জামিন আবেদন করেন। তাদের মধ্যে বিএনপির সিনিয়র সহসাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল ও জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মুশতাক আহমেদ শাহীনের জামিন মঞ্জুর হলেও জেলা ছাত্রদলের সহসভাপতি মোহাম্মদ হিমেলের জামিন না মঞ্জুর করা হয়।
এ ছাড়া গত বছরের ৭ ডিসেম্বর করিমগঞ্জ থানায় পুলিশের করা বিস্ফোরক আইনের মামলায় বিএনপির ১৩ নেতাকর্মী জামিন আবেদন করেন। তাদের মধ্যে করিমগঞ্জ উপজেলা পৌর যুবদলের আহ্বায়ক রাসেল আল রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মিহাদুল ইসলাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক আশফিক শাহরিয়ার তুছিব, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিব আকুঞ্জি, যুবদলনেতা তামিম ইকবাল সবুজ ও উপজেলা বিএনপিনেতা রুনু দরবারীর জামিন না মঞ্জুর হয়।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম জুয়েলসহ আরও ১০ থেকে ১৫ জন আইনজীবী জামিন আবেদনের পক্ষে শুনানিতে অংশ নেন। অপর পক্ষে রাষ্ট্রপক্ষে ভারপ্রাপ্ত সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আবু সাঈদ ইমাম জামিনের বিরোধিতা করেন।
এ সময় আদালত প্রাঙ্গণে বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল নেতাকর্মী উপস্থিত ছিলেন।