মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ১৪-এর সিপিসি ১ অভিযান চালিয়ে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে।
শেরপুর প্রেসক্লাবে আজ বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলনে র্যাব ১৪-এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি সিপিসি ১-এর কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এ তথ্য জানান।
র্যাবের অভিযানে গ্রেপ্তার দুই আসামি হলেন মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি কালু মিয়া এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সাগর। কালু মিয়ার বাড়ি জেলার ঝিনাইগাতী উপজেলার বাকাকুড়া এলাকায়। সাগরের বাড়ি জেলা শহরের দমদমা কালীগঞ্জে।
সংবাদ সম্মেলনে স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যা মামলায় কালু মিয়াকে সাত বছর আগে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন আদালতের বিজ্ঞ বিচারক। পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করেন কালু মিয়া। তিনি এত দিন বিভিন্ন জায়াগায় নাম পাল্টে অবস্থান করছিলেন। র্যাব ১৪-এর সিপিসি-১ কালুর অবস্থান নিশ্চিত করে তাকে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তাকুয়া গার্মেন্টসের সামনে থেকে গ্রেপ্তার করে। অপরদিকে সাগরকে অটোরিকশাচালক রাজ্জাক হত্যার দায়ে আদালত যাবজ্জীবন সাজা দেন। দীর্ঘ ছয় বছর তিনি পালিয়ে ছিলেন। তাঁকে রাজেন্দ্রপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।