চাঁপাইনবাবগঞ্জের দুটি আসনে উপনির্বাচন : জমে উঠেছে প্রচার-প্রচারণা
চাঁপাইনবাবগঞ্জের দুটি সংসদীয় আসনের উপনির্বাচনের ভোটগ্রহণের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রার্থীদের প্রচার-প্রচারণা জমে উঠেছে। পোস্টার-ফেস্টুনে ছেয়ে গেছে নির্বাচনী এলাকা। যদিও স্বল্প সময়ের এই সংসদ সদস্য নির্বাচনকে ঘিরে জনমনে আগ্রহ কম। তবে, আওয়ামী লীগ ও তাদের বিদ্রোহীদের প্রচার-প্রচারণায় গরম নির্বাচনী মাঠ। প্রতিদিন চলছে গণসংযোগ, প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
স্বল্প মেয়াদের সংসদ সদস্য হওয়ার এই নির্বাচন নিয়ে সাধারণ ভোটারদের তেমন আগ্রহ না থাকলেও উত্তাপ রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ঘরের মধ্যে। বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ হারুন চাঁপাইনবাবগঞ্জ-৩ ও আমিনুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে পদত্যাগ করার প্রেক্ষিতে আগামী ১ ফেব্রুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
সদর উপজেলা নিয়ে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে তিনজন এবং নাচোল গোমস্তুপুর ও ভোলাহাট উপজেলা নিয়ে গঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এর মধ্যে প্রচারণায় এগিয়ে আছেন দুটি আসনের মোট চারজন প্রার্থী।
এ উপনির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ১৭২টি কেন্দ্রে চার লাখ ১১ হাজার ৪৯৫ জন এবং চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ১৮০টি কেন্দ্রে চার লাখ পাঁচ হাজার ৪৫০ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ইভিএমের মাধ্যমে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীর আব্দুল ওদুদের সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন জেলা যুবলীগের বহিস্কৃত সভাপতি আপেল প্রতীকের সামিউল হক লিটন। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে নৌকার প্রার্থী জিয়াউর রহমানের সঙ্গে মূল লড়াইয়ে রয়েছে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আপেল প্রতীকের মোহাম্মদ আলী সরকার।