ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন ২২ ও ২৩ ফেব্রুয়ারি
ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) ২০২৩-২৪ মেয়াদের নির্বাচন আগামী ২২ ও ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আজ রোববার (২৯ জানুয়ারি) ঢাকা বারের নির্বাচন কমিশনার আবু আব্দুল্লাহ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন।
তফসিলে বলা হয়েছে, মনোনয়ন পত্র বিতরণ, দাখিল ও গ্রহণের তারিখ ৩১ জানুয়ারি। এ ছাড়া মনোনয়ন পত্র বাছাই ৫ ফেব্রুয়ারি, বৈধ প্রার্থী তালিকা প্রকাশ ৭ ফেব্রুয়ারি, মনোনয়ন পত্র প্রত্যাহার ৭ ফেব্রুয়ারি, প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ৯ ফেব্রুয়ারি ও প্রার্থী পরিচিতি সভা ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
প্রধান নির্বাচন কমিশনার আব্দুল্লাহ আবু এনটিভি অনলাইনকে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘এবারের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে সাদা প্যানেল এবং বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের ব্যানারে নীল প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।’
আগামী ২২ ও ২৩ ফেব্রুয়ারি বুধবার ও বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।