সাতক্ষীরায় ২ মামলার সাফাই সাক্ষ্য দিলেন আমানউল্লাহ আমান
সাতক্ষীরায় শেখ হাসিনার ওপর হামলার ঘটনায় অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আইনের দুটি মামলায় সাফাই সাক্ষ্য দিয়েছেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমানসহ দুজন। আজ সোমবার (৩০ জানুয়ারি) সাতক্ষীরা স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিচারক বিশ্বনাথ মণ্ডলের আদালতে তারা এই সাক্ষ্য দেন। এ নিয়ে ২৩ জনের মধ্যে সাতজন সাফাই সাক্ষী দিয়েছেন।
সাফাই সাক্ষীরা হলেন—কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের পক্ষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্ঠা ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমান। এছাড়া আসামি গোলাম রসুলের পক্ষে সাক্ষ্য দেন কলারোয়ার মোবারক আলী। আগামী ৭ ফেব্রুয়ারি পরবর্তী সাফাই সাক্ষ্যর দিন ধার্য করা হয়েছে।
সাতক্ষীরা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ জানান, আসামি পক্ষে আমানউল্লাহ আমানসহ দুজন সাফাই সাক্ষ্য দিয়েছেন। এ মামলায় ২৩ জন সাফাই সাক্ষ্য দেবেন বলে আসামীপক্ষ থেকে আবেদন করা হয়েছে। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন, অ্যাডভোকেট আব্দুল মজিদ (২), অ্যাডভোকেট মিজানুর রহমান পিন্টু, শাহানা আক্তার বকুল প্রমুখ।
রাষ্ট্রপক্ষে ছিলেন জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলু প্রমুখ।
প্রসঙ্গত, ২০০২ সালের ৩০ আগস্ট সে সময়কার বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে আসেন। এরপর যশোরে ফিরে যাওয়ার পথে বেলা ১১টায় বিএনপির নেতাকর্মীরা কলারোয়ার দলীয় কার্যালয়ের সামনে শেখ হাসিনার গাড়িবহরে হামলা চালায়। হামলায় আওয়ামী লীগের ১২জন নেতাকর্মী আহত হন। এ ঘটনায় করা মামলায় ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি তালা-কলারোয়ার বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জন নেতাকর্মীকে চার থেকে ১০ বছর মেয়াদে সাজা প্রদান করেন সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম হুমায়ুন কবির।
এছাড়া গত ১৪ জুন অস্ত্র ও বিস্ফোরক আইনের অপর দুটি মামলায় চার্জ গঠন করা হয়।