৪৩ বছর বয়সী রাইমা সেন ব্যাংকে টাকা থাকবে এমন পাত্র চান
বসয় ছুঁয়েছে ৪৩, এখনও সিঙ্গেল কলকাতার অভিনেত্রী রাইমা সেন। কেন বিয়ে করছেন না নায়িকা।
রাইমার জবাব, ‘আমি তো চাই বিয়ে করতে। পাত্র খুঁজে দিলেই বিয়ে করব।’
সুচিত্রা সেনের নাতনি কেমন পাত্র চাচ্ছেন বিয়ের জন্য? সেটাও জবাব দিয়েছেন আনন্দবাজার পত্রিকাকে; নায়িকার ভাষ্য, ‘ভাল মানুষ চাই। আমার এমন এক জন মানুষ চাই যে আমার জীবনধারার সঙ্গে মিশে যেতে পারবে, সঙ্গে একটু রসবোধ থাকবে। আর ব্যাংকে টাকা থাকা তো জরুরি। ওটা না থাকলে তো চলবে না। যদিও আমি যে আংটিটা পরে থাকি তা দেখে অনেকেই ভাবেন আমি হয়তো এনগেজড, কিন্তু আমি সিঙ্গেল সবাইকে বলতে চাই।’
রাইমা সেন অভিনেত্রী মুনমুন সেনের কন্যা এবং বিখ্যাত অভিনেত্রী সুচিত্রা সেনের নাতনি। বর্তমানে হিন্দি এবং বাংলা দুই ইন্ডাস্ট্রিতেই কাজ করছেন তিনি। মুক্তির অপেক্ষায় আছে তাঁর নতুন ওয়েব সিরিজ ‘রক্তকরবী’।