ডাকাতি মামলায় উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার!
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পৌর আওয়ামী লীগনেতা জাহিদুল ইসলাম তালুকদার জুমানকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার (১ ফেব্রুয়ারি) রাতে ঢাকার পঙ্গু হাসপাতালের গেট থেকে তাঁকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, জাহিদুল ইসলাম তালুকদার জুমান তাঁর স্ত্রী ও সন্তানের চিকিৎসার জন্য কিছুদিন ধরে ঢাকার পঙ্গু হাসপাতালে অবস্থান করছিলেন। তাঁর অবস্থান নিশ্চিত হয়ে জেলা ডিবি পুলিশের একটি দল তাঁকে পুলিশ সুপারের সঙ্গে কথা বলার জন্য আটক করে রাতেই জামালপুরে নিয়ে আসে। পরে তাকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগমের বাড়িতে ডাকাতির মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে জুমানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে ডিবি পুলিশ।
জানা গেছে, বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগমের বাবা রাজাকার ছিলেন, ফেসবুকে এমন লেখালেখির কারণেই তাঁকে পরিকল্পিতভাবে আটক করে ডাকাতি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ ব্যাপারে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম বলেন, ‘আমার বাসায় ডাকাতির ঘটনায় আমি কোনো মামলা করিনি। জুমানকে গ্রেপ্তারের বিষয়ে আমি কিছুই জানি না। ফেসবুকে কে, কী লিখল—এসব দেখার সময় আমার নেই।’
জামালপুর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী জানান, জাহিদুল ইসলাম তালুকদার জুমান ডাকাতি মামলায় অভিযুক্ত। আমরা তাঁকে বেশকিছু দিন ধরেই খুঁজছিলাম। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান নিশ্চিত হয়ে গতকাল রাতে ঢাকা থেকে গ্রেপ্তার করে আজ দুপুরে জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাঁকে কারাগারে পাঠিয়েছেন।