চলুন দেখে আসি ‘বাকৃবি সীমানায় ব্রহ্মপুত্র’
বৃক্ষবেষ্টিত চারপাশ। নীলজলের নীরব ঢেউ চোখ আটকায়। মনে প্রশান্তি আনে- গাছের ছায়া, মুগ্ধ হাওয়া, পর্যটকের আশা-যাওয়া। সারাদিন ক্লাস, ল্যাবের একঘেয়েমি কাটিয়ে শান্তির পরশ খুঁজতে আসেন শিক্ষার্থীরাও। দুপুরে চোখে পড়ে চড়ুইভাতি। পড়ন্ত বেলায় চলে আড্ডা, গিটারের সুরে বসে গানের আসর। এ দৃশ্য ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) সীমানার পাশ দিয়ে বয়ে যাওয়া মায়া জড়ানো ব্রহ্মপুত্র নদের।
অবস্থান
ব্রহ্মপুত্র নদ বাকৃবি ক্যাম্পাসের সীমানার পাশ দিয়ে বয়ে গেছে। আর এ নদই বিনোদনের কেন্দ্র হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ময়মনসিংহের আশেপাশের মানুষের। তাই সবাই একটু সময় পেলেই ছুটে আসে ব্রহ্মপুত্রের কাছে।
যা দেখবেন
এখানে দেখা মিলবে, ছোট ছোট ডিঙ্গি নৌকা। মাঝি আপন মনে গান গেয়ে পাল তুলে দৌড়ে বেড়ায়। পাখির আনাগোনায় বদলে যায় পরিবেশ। মধুর কণ্ঠে ডাকতে থাকে নদীর ধারা। নদীর পাড় দাঁড়িয়ে নৌকার যাতায়াত দেখতেই মন চায়।
দুপুরের পর থেকে নদের পাড়ে সবার আনাগোনা বাড়তে থাকে। তখন ক্লান্ত নদের শান্ত পরিবেশ এক অন্যরকম মায়া তৈরি করে। নদীর পাড়ের এই নিস্তব্ধতা মোহিত করে যে কাউকে। দুপুরটা যত গড়াতে থাকে, বাড়তে থাকে ভিড় আর কোলাহল। ঠিক তখনি শুরু হয় রং-বেরঙের পাল তৌলা নৌকার ছোটাছুটি। নদের এপাশ থেকে ওপাশ যাওয়া যাওয়া মাত্র ২০ টাকায়। আবার ১০০-১৫০ টাকায় ঘণ্টা চুক্তি নিয়ে দলবেঁধে নদের বুকে ঘুরে বেড়ানো যায়।
নদীর ওপাশে কিছুটা চর, সেখানে ফসলি ফলায় স্থানীয়রা। একটু দূরেই রয়েছে ছোট ছোট গ্রাম। নদের পার ঘেঁষা চরেও রয়েছে চায়ের বেশ কিছু স্টল। এখানে বসেও চা খেতে খেতে নদের সৌন্দর্য উপভোগ করা যায়। তাইতো আশেপাশের এলাকা, এমনকি দূর-দূরান্ত থেকেও মানুষ এখানে এসে ভিড় জমায়। এখানে এলে মনটা হালকা হয়। নির্মল বাতাস, বুক ভরে দম নেওয়া যায়।
এছাড়াও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আছে ফুলের বাগান, আম, লিচুর বাগান, সবুজ মাঠ, লেক, ফিস মিউজিয়াম, কৃষি মিউজিয়াম, সেন্ট্রাল মসজিদ, বিভিন্ন ফসলের ক্ষেত, মাছ চাষের পুকুর, গবাদি পশুর খামার, নান্দনিক সড়ক এবং বিভিন্ন দর্শনীয় ভাস্কর্য। ব্রহ্মপুত্র দেখতে গেলে দেখা হয়ে যাবে বাকৃবির এসব সৌন্দর্য।
যাতায়াত
ঢাকা থেকে বাস বা ট্রেনে ময়মনসিংহ পৌঁছে রিকশা বা অটোরিকশা করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাওয়া যাবে। ঢাকা থেকে একাধিক পরিবহনের ২৫০-৪০০ টাকা ভাড়ায় ময়মনসিংহ যেতে পারবেন। ঢাকা থেকে ময়মনসিংহ যেতে আড়াই থেকে তিন ঘণ্টা সময় লাগবে। মহাখালী থেকে বাসগুলো ছাড়ে।
এছাড়া ট্রেনে ভ্রমণ করতে চাইলে সরাসরি ময়মনসিংহ যেতে পারবেন। শ্রেণিভেদে ভাড়া ১২০ থেকে ২৮০ টাকা। যেতে সময় লাগবে ৩ থেকে ৪ ঘণ্টা।
থাকা-খাওয়া
ময়মনসিংহ শহরে বিভিন্ন মানের থাকার হোটেল ও রেস্তোরাঁয় আপনার ভরসা করতে হবে। দূর থেকে গেলে আগে দাম-দর করে নেওয়াই ভালো।