শরণখোলায় বাঘ আতঙ্কে ৫ গ্রামবাসী
বাগেরহাটের শরণখোলায় সুন্দরবন সংলগ্ন ৫টি গ্রামে বেশ কিছুদিন ধরে বাঘের আনাগোনা বেড়েছে। স্থানীয় বেশ কয়েকটি নদী শুকিয়ে ছোট হয়ে যাওয়ায় অতি সহজেই তা পার হয়ে লোকালয়ে চলে আসছে রয়েল বেঙ্গল টাইগার।
গত শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে শনিবার(৪ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত ১৬ ঘণ্টা সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের চান্দেশ্বর টহল ফাঁড়িটি দখলে রেখেছিল তিনটি রয়েল বেঙ্গল টাইগার। প্রথমে দুটি বাঘ এলেও কিছুক্ষণ পর আরও একটি বাঘ তাদের দলে যোগ দিয়ে বনের সুপতি স্টেশনের চান্দেশ্বর ফরেস্ট কার্যালয় এলাকায় চলাফেরা করতে থাকে।
এ সময় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়। বাঘের ভয়ে সেখানে কর্মরত বনবিভাগের পাঁচকর্মী অবরুদ্ধ হয়ে পড়েন।
সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক মোহাম্মদ শামসুল আরেফিন জানান, আতশবাজি ফুটিয়ে ও বন্দুকের গুলির শব্দ শুনিয়ে ভয় দেখিয়ে বাঘগুলোকে বিতাড়িত করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে।