চবির চারুকলা শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগের হামলার অভিযোগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে। ২২ দফা দাবিতে আন্দোলনের ১০০তম দিনে এমন অভিযোগ এলো।
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি করেন, তাঁরা বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ফেরার দাবিতে প্রতিদিনের মতো শহীদ মিনারের সামনে অবস্থান নেন। পরে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেন। এই কর্মসূচি চলাকালে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের মারধর করেন।
শিক্ষার্থীদের অভিযোগ, মারধরের পাশাপাশি তাঁদের কাছ থেকে ব্যানার কেড়ে নেয় নেতাকর্মীরা।
জানা গেছে, হামলার শিকার শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের হাতাহাতি শুরু হয়। পরে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। ছাত্রলীগ পেশীশক্তি ব্যবহার করে আমাদের ওপর হামলা করেছে।
এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত বৃহস্পতিবার শহরের চারুকলার ক্যাম্পাসটি এক মাসের জন্য বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।
এ বিষয়ে জানতে চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভূঁইয়ার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে চারুকলা বিভাগের ভবন সংস্কারের কাজ চলছে। অনলাইনে এরই মধ্যে ক্লাস শুরু করা হয়েছে। এ সময় তিনি শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানান। তবে, আজকের আন্দোলনে হামলার বিষয়ে জানতে চাইলে তিনি তা এড়িয়ে যান। বলেন, এ বিষয়ে তাঁরা কিছু জানেন না।
আজ আন্দোলনে হামলার অভিযোগ প্রসঙ্গে চবি ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মারুফ আহমেদ এনটিভি অনলাইনকে বলেন, ‘আমাদের কেউ শিক্ষার্থীদের আন্দোলনে বাধা দেয়নি।’ তিনি আরও বলেন, ‘মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাসির উদ্দীন আন্দোলনরত শিক্ষার্থীদের একটি দিকনির্দেশনা দিয়েছিলেন, দাবির বিষয়ে আশ্বাস দিয়েছিলেন। কিন্তু শিক্ষার্থীরা তাঁর কথা শোনেননি। এখন আবার আন্দোলন কীসের?’
সহকারী প্রক্টর শহীদুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা হামলার একটি লিখিত অভিযোগ পেয়েছি। সেখানের সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করা হবে।’
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।