বিচারালয়ের সংকট নিরসনে রাষ্ট্রপতির হস্তক্ষেপ চান নোমান
বিচারালয়ের অভ্যন্তরে সৃষ্ট সংকট নিরসনে রাষ্ট্রপতির চিন্তাভাবনা করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
আজ বুধবার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে আবদুল্লাহ আল নোমান এ মন্তব্য করেন।
নোমান বলেন, ‘আজকে দেশের রাষ্ট্রপতির এ বিষয়গুলো নিয়ে চিন্তা করা উচিত। এ সময়টাতে কী দায়িত্ব তাঁর এবং কীভাবে আমরা এ থেকে সংকটটাকে দূরীভূত করব, যে সংকট বিচারালয়ের অভ্যন্তরে সৃষ্টি হয়ে গেছে।’
বিষয়গুলো সুরাহা করতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনেরও দাবি জানান এ বিএনপি নেতা। তিনি বলেন, ‘সরকারের যে নির্বাচন ৫ তারিখের, আমি ৫ তারিখের অবৈধ নির্বাচনের কথা বাদ দিলাম, যদি শাসনতান্ত্রিক প্রক্রিয়ায় এটাকে বিচার করি, তাহলে এ সময়টাতে একটা শূন্যতা সৃষ্টি হলো কি না, আজকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এটা বসে দেখা প্রয়োজন।’