জেলায় জেলায় বিএনপির পদযাত্রা, পুলিশের বিরুদ্ধে নানা অভিযোগ
জেলা পর্যায়ে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির আওতায় আজ শনিবার (১১ ফেব্রুয়ারি) বিভিন্ন জেলায় অনুষ্ঠিত এই পদযাত্রায় পুলিশি বাধার অভিযোগ উঠেছে। কোথাও কোথাও নেতাকর্মীদের আটক করা হয়েছে বলে দাবি স্থানীয় বিএনপির। এনটিভি অনলাইনের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন।
ময়মনসিংহে ব্যানার কেড়ে নেওয়ার অভিযোগ
ময়মনসিংহ প্রতিনিধি আইয়ুব আলী জানান, জেলার গৌরীপুরে বিএনপির পদযাত্রায় লিফলেট বিতরণে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। বিএনপির স্থানীয় নেতাকর্মীদের দাবি, ব্যানার কেড়ে নিয়েছে পুলিশ।
জানা গেছে, আজ বিকেল সাড়ে চারটার দিকে উত্তর জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আহমেদ তাইয়েবুর রহমান হীরন নেতাকর্মীদের নিয়ে পদযাত্রা করে ডেঙ্গামোড়ে যাচ্ছিলেন। তারা পশ্চিম শ্যামবাজারে পৌঁছালে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে পদযাত্রার ব্যানার কেড়ে নিয়ে তাদের ছাত্রভঙ্গ করে দেয় পুলিশ।
আহামেদ তাইয়েবুর রহমান হীরন বলেন, ‘শান্তিপূর্ণ পদযাত্রা মিছিলে হামলা চালিয়ে ব্যানার কেড়ে নিয়েছে।’
নওগাঁর তিলকপুরে হামলা
নওগাঁ থেকে প্রতিনিধি আসাদুর রহমান জয় জানান, দশ দফা দাবিতে বিএনপির কেন্দ্র ঘোষিত পদযাত্রা কর্মসূচিকে নওগাঁ সদর উপজেলার তিলকপুরে বাধা ও হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তিলকপুর ইউনিয়নের দুর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
দলটির নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টা থেকে তিলকপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা ফতেপুর বাজারে সমবেত হতে থাকেন। বেলা ১১টার দিকে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলুর নেতৃত্বে ফতেপুর বাজার থেকে তিলকপুর ইউনিয়ন পরিষদের দিকে বিএনপির পদযাত্রা বের হয়। পদযাত্রাটি ফতেপুর-তিলকপুর সড়ক হয়ে উপজেলার দুর্গাপুর এলাকায় পৌঁছালে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা এতে বাধা দেয়।
বিএনপির নেতাকর্মী বাধা উপেক্ষা করে সামনে যেতে চাইলে আওয়ামী লীগের কর্মীরা তাদের ওপর হামলা করেন। এতে তিলকপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইয়াসিন আলী নান্নু, সাংঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, যুবদল কর্মী লিপটন, সোহেল রানা ও চান মিয়া আহত হয়েছেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিএনপি নেতা জাহিদুল ইসলাম ধলু বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে পদযাত্রা নিয়ে যাচ্ছিলাম। কিন্তু আওয়ামী লীগের কর্মীরা কোনো প্রকার উসকানি ছাড়াই আমাদের ওপর হামলা করে। এতে আমাদের দলের পাঁচ-ছয়জন নেতাকর্মী আহত হয়েছেন।’
হামলার অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডি এম আওয়াল বলেন, ‘বিএনপির পদযাত্রাকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য আমাদের দলের ছেলেপেলেরা সহায়তা করছিল। কিন্তু বিএনপির উগ্র কর্মীরা আমাদের ওপর হামলা করে। হামলায় সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজু হোসেন গুরুতর আহত হয়েছেন।’
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, ‘তিলকপুর ইউনিয়নে কিছুটা উত্তেজনা হলেও পুরো উপজেলায় পরিস্থিতি স্বাভাবিক ছিল। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’
নেত্রকোনার ১২ ইউনিয়নে পদযাত্রা
আমাদের নেত্রকোণা প্রতিনিধি ভজন দাস জানান, সদর উপজেলায় ১২টি ইউনিয়নে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হকের নেতৃত্বে ১২নং মদনপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে শাহ সুলতান কমর উদ্দিন রুমির মাজার থেকে পদযাত্রা শুরু হয়ে বোর্ড বাজারে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজেজুল ইসলাম, ফারাস সুজাত ও সদস্য ফরিদ উদ্দিন ফকির, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী প্রমুখ।
অপরদিকে, জেলার বারহাট্টা উপজেলায় বিভিন্ন ইউনিয়নে ১০ দফা দাবিতে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হয়। উপজেলার বাউশী ইউনিয়নে পদযাত্রার নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় নেতা আজিজুল বারি ড্যানি।
মানিকগঞ্জে মানুষের ঢল
মানিকগঞ্জ থেকে এনটিভি অনলাইনের প্রতিনিধি আহমেদ সাব্বির সোহেল জানান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার নেতৃত্বে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রায় মানুষের ঢল নামে। আজ বিকেলে সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের গিলন্ড বাজার থেকে আফরোজা খান রিতা হাজারও নেতাকর্মী নিয়ে মানিকগঞ্জ-ঝিটকা- হরিরামপুর সড়কের প্রায় তিন কিলোমিটার পায়ে হেঁটে পদযাত্রা শুরু করেন। এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে প্রায় দুই কিলোমিটার সড়ক।
পদযাত্রা চলাকালীন আফরোজা খান রিতা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। পদযাত্রা শেষ হয় ক্রস ব্রিজ নামক এলাকায়।
ঝিনাইদহে শান্তিপূর্ণ বিএনপির পদযাত্রা
ঝিনাইদহ থেকে আমাদের প্রতিনিধি মিজানুর রহমান জানান, ঝিনাইদহে শান্তিপূর্ণভাবে বিএনপির পদযাত্রা কর্মসূচি শেষ হয়েছে। আজ শনিবার বিকেল পৌনে ৪টার সময় সদর উপজেলার তেতুতলা বাজার থেকে বিষয়খালী বাজার পর্যন্ত অনুষ্ঠিত পদযাত্রায় নেতৃত্ব দেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদ আব্দুল মজিদ বিশ্বাস। এ সময় বয়স্করা গরুর গাড়িতে চড়ে অংশ নেন। পথে পথে লিফলেট বিতরণ করেন তারা।
পরে স্বাধীনতা যুদ্ধে প্রথম সন্মুখ যুদ্ধক্ষেত্র বিষয়খালী বাজারে স্থানীয় বিএনপি নেতা আলতাফ হোসেনের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। একই সময় উপজেলার মধুহাটি ইউনিয়নের ডাকবাংলা বাজারে পদযাত্রা শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ প্রমুখ।