পূর্ব ইউক্রেনের দখল নিতে ২ বছর লাগবে রাশিয়ার : ওয়াগনার বস
ইউক্রেনের পূর্বাঞ্চলের দুটি শহর নিয়ন্ত্রণে নিতে মস্কোর দুই বছর সময় লাগবে বলে দাবি করেছেন রাশিয়ার মার্সেনারি গ্রুপ ওয়াগনারের বস ইয়েভজেনি প্রিগোজিন। এক সাক্ষাৎকারে এ দাবি করেছেন তিনি। প্রিগোজিনের এই সাক্ষাৎকারকে দুর্লভ বলে অভিহিত করা হচ্ছে। খবর রয়টার্সের।
প্রিগোজিন বলেন, ‘রাশিয়ার প্ল্যান হলো, দোনেৎস্ক ও লুহানস্কের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া।’ গত বছর এই দুটি অঞ্চলকে নিজেদের সঙ্গে যুক্ত করার ঘোষণা দিয়েছিল রাশিয়া। তবে এটিকে অবৈধ বলে দাবি করছে পশ্চিমা দেশগুলোসহ জাতিসংঘের বেশির ভাগ সদস্য।
রাশিয়ান সামরিক বাহিনীর ব্লগার সেমিয়ন পেগভকে এই সাক্ষাৎকারটি দিয়েছেন প্রিগোজিন। শুক্রবার এটি প্রকাশিত হয়।
এতে ওয়াগনার বস বলেন, ‘আমি যতটুকু বুঝি, আমাদের দোনেৎস্ক ও লুনাস্ক রিপাবলিকের আরও কাছাকাছি যেতে হবে। সেখানে আমাদের সবাইকে থাকতে হবে।’ তিনি আরও বলেন, ‘অঞ্চল দুটির পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে দেড় থেকে দুই বছর লাগবে। আর দিনিপ্রোর নিয়ন্ত্রণ নিতে বছর তিনেক লাগবে।’
রয়টার্স বলছে, ওয়াগনার বসের এমন মন্তব্য ইউক্রেন-রাশিয়া সংঘাতের সম্ভাব্য সময়কাল সম্পর্কে আভাস পাওয়া যায়। তাও আবার এমন একজনের মুখ থেকে এসব তথ্য আসছে যার সৈন্যরা ইউক্রেনে রাশিয়ার হয়ে যুদ্ধ করছে।
ভবিষ্যতে রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার কোনো ইচ্ছা নেই বলেও সাক্ষাৎকারে বলেছেন প্রিগোজিন। তবে, সাক্ষাৎকারে কিছু অশ্লীল শব্দ ব্যবহার করেছেন তিনি। ওয়াগনার বস বলেন, ‘দোনেৎস্কের বাখমুত শহর নিয়ন্ত্রণ নেওয়া খুবই জরুরি।’ সর্বশেষ কয়েক মাস ধরে বাখমুতে দুপক্ষের তীব্র লড়াই চলছে। শহরটিতে ইউক্রেনীয় বাহিনীর তীব্র প্রতিরোধের মুখে পড়ছে রুশ বাহিনী।
রাশিয়া কি শহরটির নিয়ন্ত্রণ নেওয়ার খুব কাছাকাছিতে রয়েছে এমন প্রশ্নের জবাবে প্রিগোজিন বলেন, ‘বিষয়টি এত তাড়াতাড়ি বলা উচিত হবে না। এখনও অনেক এলাকা নিয়ন্ত্রণের বাকি রয়েছে। তবে, আমরা খুব সুন্দরভাবে এগোচ্ছি।’
ইউক্রেনে রাশিয়ার হয়ে লড়ছে ভাড়াটে সৈন্যদল ওয়াগনার গ্রুপ। সম্মুখ যুদ্ধে রুশ বাহিনীকে সরাসরি সহায়তা করছে তারা। যুক্তরাষ্ট্রের দাবি, ইউক্রেনে ওয়াগনার গ্রুপের ৫০ হাজার সদস্য মোতায়েন রয়েছে। যার মধ্যে ১০ হাজার কন্ট্রাক্টর রয়েছে। এ ছাড়া বাকি ৪০ হাজার রুশ কারাগার থেকে ছাড়া পাওয়া আসামি। ওয়াগনার কারাগার থেকে মুক্ত হওয়া আসামিদের নিয়োগ বন্ধ করেছে বলে দাবি করেছেন প্রিগোজিন।