পুরস্কার হিসেবে মাছ পেলেন ফুটবলার
কখনও কাউকে সেরা খেলোয়াড়ের পুরস্কার হিসেবে মাছ পেতে দেখেছেন? শুনতে অবাক লাগলেও এবার এমনই এক ঘটনা ঘটেছে লা লিগায়। জানুয়ারি মাসের সেরা খেলোয়াড় হয়ে পুরস্কার হিসেবে মাছ পেয়েছেন এক ফুটবলার।
লা লিগার ক্লাব রিয়াল সোদিয়েদাদের নরওয়েজিয়ান স্ট্রাইকার আলেকজান্ডার সোরলোথ জানুয়ারি মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। পাশাপাশি তিনি জানুয়ারি মাসের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন।
জনপ্রিয় ক্রীড়া ভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন তাদের ফেসবুক ও ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়াও ব্রিটিশ গনমাধ্যম ডেইলি স্টারের এক প্রতিবেদন প্রকাশের মাধ্যমে বিষয়টির সত্যতা যাচাই করেছে।
পুরস্কার হিসেবে সোরলেথকে মাছ দেওয়ার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল হচ্ছে। টুইটারে মজা করে এক ব্যবহারকারী লেখেন, সবচেয়ে মূল্যবান মাছ। আবার আরেকজন মন্তব্য করেছেন, এটি দিয়ে তিনি ফিশ ফ্রাই বানাবেন।
ডেইলি স্টারের প্রতিবেদন অনুসারে, জানুয়ারি মাসে ৪ ম্যাচে ৩ গোল করেন সোরলোথ। এছাড়া চলতি মৌসুমে ১৬ ম্যাচ খেলে করেছেন ৮ গোল। আর তার ক্লাব লা লিগার পয়েন্ট টেবিলের তিনে অবস্থান করছে।
২০২১ সালে জার্মান ক্লাব আরবি লাইপজিগ থেকে ধারে সোসিয়েদাদে খেলতে আসেন সোরলোথ।এরপর সময়ের সাথে তিনি দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে ওঠেন।