ভবদহের জলাবদ্ধতা নিরসনে সেচ প্রকল্প উদ্বোধন
যশোর-খুলনার ৫ উপজেলার জলাবদ্ধতা সমস্যা নিরসনে সেচ প্রকল্প উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে এই প্রকল্পের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। এ সময় সেখানে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যসহ পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, চারটি সেচযন্ত্রের উদ্বোধন করা হয়েছে। আরও ছয়টি সেচযন্ত্র চালু করা হবে। ১০টি সেচযন্ত্র চালু হলে জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে বলে তাঁরা আশা করছেন।
সেচ প্রকল্প উদ্বোধনের পর এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, ‘ভবদহ সমস্যার স্থায়ী সমাধানের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। শুধু এই একটা জায়গা নয়, সারা দেশকে নিয়েই আমরা চিন্তা করছি।’
পানিসম্পদ প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশের পানি ধারণ ক্ষমতা দিন দিন কমে যাচ্ছে, কারণ নদীগুলো নাব্যতা হারাচ্ছে। অনেকেই বলেন, নদীগুলো ড্রেজিং করতে হবে। কিন্তু কথায় কথায় ড্রেজিং করা সম্ভব না। ৪০৫টা নদী আমাদের। এতগুলো নদীতে ড্রেজিং করা সম্ভব না। আমাদের বন্ধুরাষ্ট্র ভারতের সঙ্গে এসব বিষয়ে কথা হয়েছে। যৌথ নদী কমিশনের বৈঠক হয়েছে। আশা করা যায়, নদীর নাব্যতা সমস্যার একটা সমাধান হবে।’