তুরস্কে উদ্ধারকাজে বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক দৃষ্টান্ত
তুরস্কে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্প পরবর্তী উদ্ধারকাজে অংশ নেওয়া বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বাধীন বিশেষ উদ্ধারকারী দল অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে। দলটি এ পর্যন্ত একজনকে জীবিত এবং ১৫ জনের মরদেহ উদ্ধার করেছে।
আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তুরস্কে গত ৬ ফেব্রুয়ারি স্মরণকালের ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। গত ৮ ফেব্রুয়ারি বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে ৪৬ সদস্যের একটি বিশেষ উদ্ধারকারী দল তুরস্কে পৌঁছায়। দেশটির গাজিন্তেপ প্রদেশে উদ্ধারকাজ ও চিকিৎসা সুবিধা প্রদানের লক্ষ্যে মানবিক সহায়তার অংশ হিসেবে প্রচণ্ড শীতের মাঝে বৈরী পরিস্থিতিতেও নিরলসভাবে কাজ করে যাচ্ছে উদ্ধারকারী দলের সদস্যরা।
আইএসপিআর জানায়, ভূমিকম্পে তুরস্কের আদিয়ামান শহরে এ পর্যন্ত ভেঙে পড়া ভবনের ভিতর থেকে একজনকে জীবিত এবং ১৫ জনের মরদেহ উদ্ধারের পাশাপাশি ভূমিকম্পে বিধ্বস্ত ছয়টি ভবন অপসারণ করেছে বাংলাদেশের উদ্ধারকারী দল। এ পর্যন্ত ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ১২০ কার্টন খাবার এবং ৭২টি তাঁবু বিতরণ করেছে বাংলাদেশের উদ্ধারকারী দলটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূমিকম্প দুর্গত স্থানীয় মানুষের মাঝে চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে সেনাবাহিনীর মেডিকেল টিমটি দুটি ভাগে বিভক্ত হয়ে একটি স্থায়ী মেডিকেল সেন্টার এবং উদ্ধার অভিযান স্থানে ফার্স্ট এইড টিম হিসেবে প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান করছে। মেডিকেল টিমটি এ পর্যন্ত ১০৪ জনকে চিকিৎসাসেবা প্রদান ও তাদের মাঝে ৩২ কার্টন ওষুধ বিতরণ করেছে।
আইএসপিআর আরও জানায়, উদ্ধারকারীরা প্রাণের সন্ধানে এখনও কঠোর প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ আচরণ স্থানীয় জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।