কিছুটা চাপ ছিল, স্বীকার করলেন মিরাজ
'রোমাঞ্চ-চাপ-আনন্দ, এগুলোর কোনোটিই আমাদের মধ্যে বিন্দুমাত্র নেই' -সেমিফাইনালের আগেই বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ এমন কথা বলেছিলেন। ওয়েস্ট ইন্ডিজের কাছে শেষ চারের লড়াইয়ে হেরে সেই তিনিই স্বীকার করলেন, কিছুটা চাপে ছিল বলেই এই ম্যাচে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। তাই শেষ পর্যন্ত জয় পাওয়া সম্ভব হয়নি।
বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মেহেদি হাসান বলেন, 'যতই আমরা বলে থাকি কোনো চাপ নেই। কিন্তু বাস্তবতা হচ্ছে, আমাদের বয়স এখনো অনেক কম, তাই না চাইলেও আমাদের কিছুটা চাপে থাকতে হয়েছে। যেটি এই ম্যাচে আমাদের হারের অন্যতম একটি কারণ।'
চাপে পড়ার কারণের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, 'আমরা এর আগে কখনোই এত দর্শকের মধ্যে খেলিনি। এত দর্শকের মধ্যে খেলা যে কারো জন্যই চাপের, আর আমাদের মতো বয়সে তো অবশ্যই।'
তাই ভবিষ্যতে সাফল্য পেতে হলে মানসিক দৃঢ়তা বাড়াতে হবে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক, ' ভবিষ্যতে সাফল্য পেতে হলে আমাদের এসব চাপ মানিয়ে নিতে হবে। বাড়াতে হবে মানসিক দৃঢ়তা। তাহলেই আরো বড় সাফল্য আসবে। এই বিষয়গুলো যেকোনো ক্ষেত্রেই আমাদের কাজে আসবে।'