মেঘলা আকাশ, কোথাও কোথাও হতে পারে বৃষ্টি
দেশের সবখানে গত কয়েকদিন ধরে তাপমাত্রা বাড়লেও আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীসহ বেশ কিছু জেলায় মেঘলা আকাশ দেখা যাচ্ছে। ভোরে মেঘলা আকাশের পাশাপশি ছিল কুয়াশাচ্ছন্ন। অনেক জেলায় ছিল ঘন কুয়াশা। এরই মধ্যে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সিলেট, ময়মনসিংহসহ কিশোরগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া অন্যান্য এলাকায় অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আ্হাওয়াবিদ মো. তরিকুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এক পূর্বাভাসে জানানো হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও এর সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গপসাগরে অবস্থান করছে।
গতকাল মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৬ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল ছয়টার রেকর্ড অনুয়ায়ী দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়াতেই—১৭ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আরও বলা হয়, সারা দেশে রাতের তাপমাত্রায় প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া শেষ রাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।