ক্রিকেটার আল-আমিনের বিরুদ্ধে অভিযোগ গঠন ৫ মার্চ
যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের ঘটনায় জাতীয় ক্রিকেট দলের পেসার আল-আমিন হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আগামী ৫ মার্চ দিন নির্ধারণ করেছেন আদালত।
আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এর ভারপ্রাপ্ত বিচারক হাবিবুর রহমান সিদ্দিকী এই দিন ধার্য করেন। এদিন এ মামলার অভিযোগ গঠনের জন্য আজ দিন ধার্য ছিল। সকালে ক্রিকেটার আল-আমিন আইনজীবীর মাধ্যমে আদালতে হাজিরা দেন। কিন্তু ট্রাইব্যুনালের বিচারক ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত বিচারক নতুন দিন ধার্য করেন।
এর আগে গত ২ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা ও মিরপুর মডেল থানার পরিদর্শক সোহেল রানা ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
নথি থেকে জানা গেছে, গত বছরের ১ সেপ্টেম্বর ক্রিকেটার আল-আমিনের স্ত্রী ইসরাত জাহানের লিখিত অভিযোগের ভিত্তিতে ওই বছরের ২ সেপ্টেম্বর তা মামলা আকারে নথিভুক্ত করে মিরপুর মডেল থানা পুলিশ।
এজাহার থেকে জানা গেছে, গত ১ সেপ্টেম্বর ক্রিকেটার আল আমিনের স্ত্রী ইসরাত জাহানের লিখিত অভিযোগের ভিত্তিতে ২ সেপ্টেম্বর তা মামলা আকারে নথিভুক্ত করে মিরপুর মডেল থানা। মামলার বিবরণীতে ক্রিকেটার আল আমিনের স্ত্রী ইসরাত জাহান লিখেছেন, গত ২৫ আগস্ট আনুমানিক রাত ১০টায় যৌতুকের ২০ লাখ টাকা আনা হয়েছে কি না জিজ্ঞেস করেন। এতো টাকা তাঁর (ইসরাত) বাবার পক্ষে দেওয়া সম্ভব না জানালে এলোপাতাড়ি মারধর করেন আল আমিন।
গত বছরের ৫ সেপ্টেম্বর হাইকোর্টে আগাম জামিন নেন ক্রিকেটার আল-আমিন। পরের দিন হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ আল আমিনের আট সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন। আট সপ্তাহ পরে তাকে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করার জন্য বলেন আদালত।