চীনে কয়লা খনি ধসে নিহত দুই, নিখোঁজ ৫০
চীনের উত্তরাঞ্চলে একটি কয়লা খনি ধসে দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, অন্তত ৫০ জন নিখোঁজ রয়েছে। গতকাল বুধবার (২২ ফেব্রুয়ারি) মঙ্গোলিয়ার কাছাকাছি এলেক্স লীগে এ দুর্ঘনা ঘটে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজদের উদ্ধারের নির্দেশ দিয়েছেন। খবর বিবিসির।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা জিনহুয়া জানিয়েছে, দুর্ঘটনার সময় ২০০’র বেশি কর্মী খনিটিতে কাজ করছিল।
এদিকে, সিসিটিভি বলছে, একটা গর্তের কিনারায় কয়লা ধসে এ দুর্ঘটনা ঘটে । জিনজিং কোল মাইনিং কোম্পানি খনিটি পরিচালনা করে। মঙ্গোলিয়া সীমানায় চীনের শীর্ষ কয়লা খনিগুলো অবস্থিত।
এমন দুর্ঘটনা চীনে নতুন কোনো ঘটনা নয়। চীনের খনিগুলোতে সাধারনত নিরাপত্তার বিষয়টিকে জোর দেওয়া হয় না। ২০২০ সলের ডিসেম্বরে চীনে কয়লা খনিতে কার্বন মনোঅক্সাইড লিক হয়ে ২৩ জন মারা যায়।
২০২১ সালের জানুয়ারিতে চীনের সাংডং প্রদেশে স্বর্ণের খনিতে ১০ জন মারা যায়।