অধস্তন আদালতের বিচারকদের জ্যেষ্ঠতার তালিকা প্রকাশ
অধস্তন আদালতের বিচারকদের পরিচিতি নম্বর (সার্ভিস আইডি) এবং হালনাগাদ জ্যেষ্ঠতার তালিকা প্রকাশ করা হয়েছে। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্যদের তালিকা এবং পরিচিতি নম্বর সংক্রান্ত বইয়ের মড়ক উন্মোচন করেন।
অনুষ্ঠানে সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি এবং মনিটরিং কমিটি ও জিএ কমিটির হাইকোর্ট বিভাগের বিচারপতি উপস্থিত ছিলেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন আইন ও বিচার বিভাগের সচিবসহ সুপ্রিম কোর্ট রেজিস্ট্রিার কর্মকর্তারা।
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্যদের কর্মস্থল-নির্ধারণ, পদোন্নতির প্যানেল প্রণয়ন, শৃঙ্খলা-বিধান ও ছুটি মঞ্জুরিসহ দৈনন্দিন প্রশাসনিক নানা কাজে ব্যবহারের প্রয়োজনে জ্যেষ্ঠতার তালিকার গুরুত্ব অপরিসীম। বিচার-কর্মবিভাগে নিযুক্ত বিচারকদের ২০১৫ সালের পর হতে অদ্যাবধি জ্যেষ্ঠতার তালিকা সংশোধন বা পুনঃপ্রণয়ন করা হয়নি। বাছাই কমিটি ও ফুলকোর্ট সভা কর্তৃক বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্যদের পদোন্নতির প্যানেল প্রণয়ন, জি.এ কমিটি কর্তৃক পদায়নের পরামর্শ প্রদান, বিচার বিভাগীয় কর্মকর্তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ ইত্যাদি ক্ষেত্রে জ্যেষ্ঠতার বিষয়টি গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে হালনাগাদ জ্যেষ্ঠতার তালিকাটি কার্যকর ভূমিকা রাখবে। এতে বিচার বিভাগীয় কর্মকর্তাদের একটি পরিচিতি নম্বরও প্রদান করা হয়েছে।