রাশিয়ার আর্থিক প্রতিষ্ঠানের ওপর ৫০ বছর নিষেধাজ্ঞা দিল ইউক্রেন
ইউক্রেনে রুশ আগ্রাসনের বর্ষপূর্তির বাকি আর কয়েক ঘণ্টা। এরই মধ্যে রাশিয়ার আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৫০ বছরের নিষেধাজ্ঞা দিয়েছে ইউক্রেনের পার্লামেন্ট। আজ বৃহস্পতিবারের (২৩ ফেব্রুয়ারি) নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক, বেসরকারি ব্যাংক ও ঋণ দেওয়া প্রতিষ্ঠানগুলো। খবর রয়টার্সের।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে ইউক্রেনের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অ্যান্ড্রি পিশনি লিখেছেন, ‘রাশিয়াকে আর্থিক চাপ দিতেই এমনটা করা হয়েছে। এর ফলে আগামী ৫০ বছরে ইউক্রেনে সম্পত্তি ক্রয় বা মার্কেটে প্রবেশ করতে পারবে না তারা। আমাদের উচিত, সমস্ত উপায়ে তাদের দুর্বল করা। এই যুদ্ধের কৌশলগত দাতা হিসেবে আর্থিক খাতগুলো শক্তি যোগাচ্ছে।’
এর আগে ইউক্রেনের পার্লামেন্টে নিষেধাজ্ঞার বিলটি তোলা হয়। ৩২৫ আইনপ্রণেতা এর পক্ষে ভোট দেয়। ফলাফল স্বরূপ এটি পার্লামেন্টে পাস হয়।
ইউক্রেনের অর্থমন্ত্রী ইউলিয়া সিভরিডেনকো বলেন, ‘নিষেধাজ্ঞা রাশিয়ায় নিবন্ধিত শত শত ব্যাংক ও কয়েক হাজার আর্থিক প্রতিষ্ঠানকে প্রভাবিত করবে।’
রয়টার্স বলছে, ইউক্রেন আগ্রাসনের শুরু থেকে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা। ইতোমধ্যে শতাধিক মস্কো কর্মকর্তা ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে কিয়েভ।