পাবনায় বিএনপি ১০ দফা দাবিতে শোডাউন
পাবনায় বিশাল শোডাউন করেছেন সদ্য কারামুক্ত বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে এ শোডাউন করে বিএনপি।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জোবাইদা রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারসহ বিএনপি ঘোষিত ১০ দফা দাবি বাস্তবায়নে এ শোডাউন করে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মুজাহিদ ক্লাবের বাংলাদেশ ঈদগাহ মাঠ থেকে শিমুল বিশ্বাসের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি আতাইকুলা রোড, আব্দুল হামিদ রোড, পৌরসভা, পুলিশ লাইনস মোড় হয়ে শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোড প্রদক্ষিণ শেষে গোপালপুরের আলহাজ আহেদ আলী বিশ্বাস টেকনিক্যাল কলেজে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সদ্য কারামুক্ত বিএনপিনেতা অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।
শিমুল বিশ্বাস বলেন, ‘আমি শেখ হাসিনার দুঃশাসনের শিকার হয়ে চতুর্থবারের মতো গ্রেপ্তার ও কারাবরণ করলাম। এবারের মামলা দিয়ে আমার নামে ১১৯টা মিথ্যা মামলা করা হয়েছে। যদি মৃত্যুর মুখোমুখিও দাঁড়াতে হয় তবুও বলব খালেদা জিয়ার কথা, তারেক রহমানের কথা, গণতন্ত্র পুনরুদ্ধারের কথা। শেখ হাসিনার দুঃশাসনের পতন ঘটিয়ে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সরকার ফিরিয়ে আনব ইনশা আল্লাহ।’
শিমুল বিশ্বাস আরও বলেন, দেশে আইনের শাসন ও সুশাসন ফেরানোসহ দেশবাসীকে মুক্তি দিতে ১০ দফা দাবি দেওয়া হয়েছে। তারা ভাষার কথা বলে অথচ গত ১৯ তারিখে দেশের একটি জাতীয় গণমাধ্যম দৈনিক দিনকাল বন্ধ করে দিয়েছে। পুরো দেশ আজ অবরুদ্ধ।
সমাবেশে আরও বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম সরদার, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব, সাবেক সংসদ সদস্য কে এম আনোয়ারুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, জেলা বিএনপির সাবেক সহসভাপতি এ কে এম মুসা, পৌর বিএনপির সাবেক সভাপতি সাব্বির হাসান বাচ্চু, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক টুটুল বিশ্বাস, আবু বকর সিদ্দিক মকু, আব্দুল হালিম সাজ্জাদ, মোসাব্বির হোসেন সঞ্জু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লালুসহ বিভিন্ন উপজেলা বিএনপির নেতারা।