নওগাঁয় বাড়ছে সরিষার আবাদ
নওগাঁয় কৃষকের মন যেন হলুদে রাঙা! সরিষার চাষে তাই দিনদিন বাড়ছে তাদের মনোযোগ। গত এক বছরে এই অঞ্চলের ক্ষেতে এই শস্যের আবাদ বেড়েছে প্রায় ১৬ হাজার হেক্টর। মধ্যবর্তী ফসল, স্বল্প উৎপাদন খরচ এবং ভোজ্য তেল হিসেবে ভোক্তাদের চাহিদা বাড়ায় কৃষকরা এখন সরিষাচাষে বেশি মনোযোগী, বলছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সংশ্লিষ্টরা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, গত ২০২১-২০২২ মৌসুমে জেলায় সরিষার আবাদ হয় ৩৪ হাজার ৭৪৫ হেক্টর জমিতে। মোট ফলন হয় ৫২ হাজার ৯৪৭ টন সরিষা। চলতি ২০২২-২০২৩ মৌসুমে ৪৭ হাজার ৮০০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। প্রতি হেক্টর থেকে এক দশমিক ৬০ টন হারে এ বছর মোট সরিষ উৎপাদিত হয়েছে ৭৬ হাজার ৪৮০ টন সরিষা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ জানিয়েছেন,
২০১৯-২০২০ মৌসুমে মোট সরিষার আবাদ হয় ৩১ হাজার ১৭৫ হেক্টর জমিতে যেখান থেকে মোট ফলন হয় ৪৪ হাজার ১৯০ টন সরিষা। ২০২০-২০২১ মৌসুমে এ জেলায় সরিষার আবাদ হয় ৩১ হাজার ৩২০ হেক্টর জমিতে। হেক্টর প্রতি এক দশমিক ৪৫ টন হারে মোট সরিষার উৎপাদন হয় ৪৫ হাজার ৪৬৬ টন ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানিয়েছেন, আগামী ২০২৩-২০২৪ মৌসুমে মধ্যে জেলায় ৫০ ভাগ অধিক জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সেই লক্ষ্য অনুযায়ী প্রথম বছর, অর্থাৎ চলতি ২০২২-২০২৩ বছরেই ৩২ ভাগ আবাদ বৃদ্ধি হয়েছে।