ট্রাম্প ও পম্পেওকে মারতে চায় ইরান
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব বহু পুরোনো। পারমাণবিক ইস্যুতে বারবার পারস্য উপসাগরের দেশটির ওপর নিষেধাজ্ঞা দিয়ে আসছে মার্কিনিরা। তবে, তাদের বুড়ো আঙুল দেখিয়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরি করে যাচ্ছে ইরান। বর্তমানে ইরান একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে, যেটি কি না এক হাজার ৬৫০ কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। গতকাল শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে ইরানের রেভল্যুশনারি গার্ডের কমান্ডার।
যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছিলেন ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি। এ হত্যার প্রতিশোধ নিতে ইচ্ছুক দেশটি। সোলাইমানি হত্যার জন্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করতে চান রেভল্যুশনারি গার্ডের মহাকাশবাহিনীর প্রধান আমিরালি হাজিজাদেহ। একইসঙ্গে সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে হত্যা করতে চান তিনি। হাজিজাদেহ বলেছেন, ‘আমরা ট্রাম্পকে হত্যা করতে চাই।’
আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এমনটাই দাবি করছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে এক সাক্ষাৎকারে হাজিজাদেহ বলেন, ‘আমাদের অস্ত্রাগারে নতুন করে ক্রুজ ক্ষেপণাস্ত্র সংযোজিত হতে যাচ্ছে। এক হাজার ৬৫০ কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এটি।’
হাজিজাদেহ আরও বলেন, ‘সাধারণ মার্কিন যোদ্ধাদের হত্যা করার ইচ্ছে আমাদের নেই। ২০২০ সালে ড্রোন হামলায় কাসেম সোলাইমানি হত্যার পরও আমরা ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের ওপর যে হামলা চালিয়েছিলাম ওই সময়ও সাধারণ সৈন্যদের হত্যা করার ইচ্ছে আমাদের ছিল না। সৃষ্টিকর্তার ইচ্ছেয়, আমরা ট্রাম্পকে হত্যা করতে খুঁজছি। পম্পেওকে খুঁজছি। সোলাইমানিকে হত্যা করতে যেসব মার্কিনি নির্দেশ দিয়েছিল তাদের খুঁজছি।’
হিন্দুস্তান টাইমস বলছে, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর বিরোধিতা সত্ত্বেও ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি বাড়াচ্ছে। তেহরানের দাবি, তাদের কর্মসূচিটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক।