যাত্রাবাড়ীতে ট্রাকচাপায় পথচারী নিহত
রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাকচাপায় মো. মনির সরদার (৪৫) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। আজ রোববার (২৬ ফেব্রুয়ারি) ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
রোববার দুপুরে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. সাব্বির হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
মো. সাব্বির হোসেন বলেন, ‘ভোরে আমরা ৯৯৯ এ খবর পেয়ে ঘটনাস্থল ডেমরা রোড কোনাপাড়া বাসস্ট্যান্ডের কাছে যাই। সেখানে গিয়ে দেখতে পাই, এক ব্যক্তির মরদেহ রাস্তার মাঝামাঝি স্থানে পড়ে আছে। স্থানীয়দের মাধ্যমে জানতে পারি, মনির সরদার পায়ে হেঁটে সিটি মিল ডেমরার দিকে যাচ্ছিলেন। কোনাপাড়া বাসস্ট্যান্ডে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’
মো. সাব্বির হোসেন বলেন, ‘দুর্ঘটনার পর চালক ট্রাকটি নিয়ে পালিয়ে গেছে। তবে আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে গাড়িটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
নিহতের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার উত্তর আনদার চরে। তার বাবা মৃত লাল চান মিয়া। মনির সরদার ডেমরার কোনাপাড়ায় থাকতেন।