করমজলে সংগীতশিল্পী রফিকুল আলম ও আবিদা সুলতানা
দেশের খ্যাতিমান সংগীতশিল্পী রফিকুল আলম ও আবিদা সুলতানা দম্পতি সুন্দরবন ঘুরে গেলেন। আজ রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে তাঁরা পূর্ব সুন্দরবন বিভাগের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রটি ভ্রমণে আসেন।
আজ বিকেল ৫টা পর্যন্ত সংগীতশিল্পী দম্পতি করমজলে অবস্থান করেন। এ সময় তাঁদের দুই মেয়ে ও এক ছেলে সঙ্গে ছিলেন। তাঁরা করমজলের কুমির ও কচ্ছপ প্রজনন কেন্দ্র, কৃত্রিমভাবে সংরক্ষিত মায়াবী ও চিত্রা হরিণের আবাস, সুদীর্ঘ ফুট টেইলর ও সুউচ্চ ওয়াচ টাওয়ারসহ নানা স্থাপনা এবং সুন্দরবনের প্রাণ-প্রকৃতি ঘুরে দেখেন।
বিকেল ৫টার পর পরই সংগীতশিল্পী দম্পতি একটি জালিবোটে (ট্যুরিস্ট বোট) করে মোংলার পিকনিক কর্নারের উদ্দেশে ছেড়ে যান।
পূর্ব সুন্দরবন বিভাগের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির বলেন, “বৈশাখী মেঘের কাছে জল চেয়ে তুমি কাঁদবে আমি চাই না' জনপ্রিয় এ গানের শিল্পী রফিকুল আলম ও 'আমাদের দেশটা স্বপ্নপূরী, সাথী মোদের ফুল পরী' জনপ্রিয় এ গানের শিল্পী আবিদা সুলতানা দম্পতি তাদের দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে করমজল ঘুরে গেছেন। আজ বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত তাঁরা করমজল ঘুরে দেখেন।”
মো. আজাদ কবির আরও বলেন, ‘এটাই করমজলে তাঁদের প্রথম ভ্রমণ। এর আগে তাঁরা কখনও করমজলে আসেননি। তাঁদের সাথে কথা বলার ফাঁকে জানতে পেরেছি তারা সকালে ঢাকা থেকে রওনা হয়ে সরাসরি করমজলে আসেন। এখান থেকেই আবার মোংলা হয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়ে গেছেন।’