জি কে শামীমসহ ৮ জনের বিরুদ্ধে শুনানি ৬ মার্চ
মানিলন্ডারিং আইনের মামলায় এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমসহ আটজনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনের তারিখ পিছিয়ে আগামী ৬ মার্চ ধার্য করেছেন আদালত। আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য ছিল।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহবুবুল হাসান অসুস্থ থাকায় যুক্তিতর্ক উপস্থাপন পেছানোর আবেদন করেন। আদালত তা মঞ্জুর করে পরবর্তী এ তারিখ ধার্য করেন।
২০২০ সালের ১০ নভেম্বর এ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু সাঈদ তদন্ত শেষে গত বছরের ৪ আগস্ট ঢাকার সিএমএম আদালতে জিকে শামীম ও তার সাত দেহ রক্ষীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
নথি থেকে জানা গেছে, ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর দুপুরে নিকেতনের নিজ বাসা থেকে শামীমকে আটক করা হয়। এ সময় জি কে শামীমের কাছ থেকে প্রায় ২০০ কোটি টাকার এফডিআর চেকসহ বিপুল পরিমাণ দেশি-বিদেশি টাকা জব্দ করা হয়। এ সময় তার কাছ থেকে একটি অস্ত্রও পাওয়া যায়।
২০১৯ সালের ২০ সেপ্টেম্বর দুপুরে নিকেতনের নিজ বাসা থেকে শামীমকে আটক করা হয়। এ সময় জি কে শামীমের কাছ থেকে প্রায় ২০০ কোটি টাকার এফডিআর চেকসহ বিপুল পরিমাণ দেশি-বিদেশি টাকা জব্দ করা হয়। এ সময় তার কাছ থেকে একটি অস্ত্রও পাওয়া যায়। এ ঘটনার পর র্যাব-১ এর নায়েব সুবেদার মিজানুর রহমান ওই বছরের ২১ সেপ্টেম্বর গুলশান থানায় মামলাটি দায়ের করেন। মামলার পরে তদন্ত কর্মকর্তা(আইও) সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু সাঈদ ২০২০ সালের ৪ আগস্ট আদালতে জিকে শামীম ও তার সাত দেহ রক্ষীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
২০২০ সালের ১০ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগগঠন করে বিচার শুরুর আদেশ দেন।