বিয়ে ফেলে বরের সাজে খেলা দেখতে স্টেডিয়ামে রিপন
ক্রিকেট আমাদের স্বপ্ন, আবেগ আর ভালোবাসা। ক্রিকেটের সফলতা স্বপ্নবাজ বাঙালি জাতিকে বিশ্বের বুকে নতুন করে পরিচয় করিয়েছে। তাই স্বাভাবিকভাবেই ক্রিকেটের প্রতি জনগণের আবেগ আর ভালোবাসাটা একটু বেশি। এবার সেই আবেগের বহিঃপ্রকাশ হিসেবে বিয়ে ছেড়ে খেলা দেখতে মিরপুরে ছুঁটে এলেন এক ভক্ত।
শুনতে কিছুটা অবাক লাগলেও এমনই দৃশ্যের দেখা মিলেছে বাংলাদেশ-ইংল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচের আগে। ক্রিকেটপাগল সেই ভক্তের নাম রফিকুল ইসলাম রিপন। গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার আকাশীতে। আজ বুধবার (১ মার্চ) সন্ধ্যায় পূর্বনির্ধারিত সময় অনুযায়ী তার বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল।
তবে ক্রিকেটপাগল রিপন বিয়ের চেয়ে খেলাকে বেশি গুরত্ব দিয়ে হাজির হোম অব ক্রিকেট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। স্টেডিয়ামের ৩ নম্বর গেটের সামনে শেরওয়ানি পরিহিত একজনকে বিয়ের সাজে দেখে কারণ জানতে চান গণমাধ্যমকর্মীরা।
জবাবে রিপন বলেন, ‘আমার হবু বউ খেলা পাগল, সে বলেছে দরকার হলে আমরা কাল বিয়ে করব। পরিবারের সঙ্গে এই নিয়ে কথা হয়েছে। সবাই বলেছে ঠিক আছে। তাই সবার সম্মতি নিয়েই আমি আজ খেলা দেখতে এসেছি। ’
হবু বউকে নিয়ে খেলা দেখতে আসার প্রশ্নে রিপনের জবাব, ‘আসলে বিয়ে করে তো এখনো ঘরে তোলা হয়নি। তাই তাকে নিয়ে আসতে পারিনি। পরেরবার যখন আসব অবশ্যই নিয়ে আসব। আর নাজমুল হোসেন শান্ত আমার প্রিয় খেলোয়াড়। পাশাপাশি সাকিব-তামিম ভাইয়ের খেলা ভালো লাগে, তাই স্টেডিয়ামে আসা।’