যে অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাজিমাত মালানের
ডেভিড মালান, এই নামটির সঙ্গে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা কম-বেশি সবাই পরিচিত। বিপিএলের নিয়মিত মুখ বাঁহাতি এই ব্যাটার। বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলকে শুধু জেতাননি মালান, হাঁকিয়েছেন দুর্দান্ত এক সেঞ্চুরি। সংবাদ সম্মেলনে জানিয়েছেন সাফল্যের পেছনের রহস্য।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মালান বলেন, ‘রান করা খুব কঠিন ছিল। আমি বাটলারকে বলেছিলাম, ওরা ৩০-৪০ রান বেশি করলে খুবই কঠিন হতো। শেষ পর্যন্ত ম্যাচ শেষ করে আসতে পারায় খুশি। তবে এই উইকেটে রান তাড়া কঠিন সেটা জানতাম। আমরা জানি, তাদের স্পিন আক্রমণ কত শক্তিশালী। মিডলঅর্ডারে ছোট ছোট জুটি খুব কাজে দিয়েছে।’
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে মালানের। খেলেছেন ঢাকা প্রিমিয়ার লিগেও। ২০১৩ সালে ইংলিশ ক্রিকেটার রবি বোপারার মাধ্যমে ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম দোলেশ্বরের হয়ে খেলেন মালান। সেই স্মৃতি তুলে ধরলেন সংবাদ সম্মেলনে।
মালান জানান, ‘বিপিএলের জন্য বাংলাদেশে যে সময় কাটিয়েছি, তা সত্যিই কাজে এসেছে। এর আগে ঢাকা প্রিমিয়ার লিগেও খেলেছি, তাই কন্ডিশন সম্পর্কে ভালোই জানা ছিল। তবে রশিদ আবারও মনে করালেন, সে ব্যাট হাতে কত ভালো। সে সত্যিই চাপটা খুব ভালো সামলেছে।’
মালান আরও যোগ করেন, ‘এদেশে খেলার অভিজ্ঞতা আমার খুব কাজে এসেছে। আমি এখানকার অভিজ্ঞতা কাজে লাগিয়েছি। আমি জানতাম যে এখানে একটু চাপ সামলে খেললে রান পাওয়া যায়। আর সন্ধ্যার দিকে শিশির পড়ে। আর যার ফলে কাজটা পরবর্তীতে সহজ হয়ে যায়। তাই পরিকল্পনা করেই এগিয়েছি।’
প্রথম ওয়ানডেতে ৭৮.৬২ স্ট্রাইকরেটে ১৪৫ বল খেলে ১১৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন মালান। এর আগে অস্ট্রেলিয়া নেদারল্যান্ড আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি আছে মালানের।