রাজধানীর যাত্রাবাড়ীতে পথচারী নিহত
রাজধানীর যাত্রাবাড়ীর গোলাপবাগ মোড়ে সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বাসকে ধাক্কা দিয়ে উল্টে ওই পথচারীর ওপর পড়লে তিনি নিহত হন। আজ বৃহস্পতিবার (২ মার্চ) সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত পথচারীর নাম—জাহিদ মোল্লা (৩৭)।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. ওসমান আলী জানান, সকালে গোলাপবাগ মোড়ে একটি কাভার্ড ভ্যান ঢাল থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে শ্যামলী পরিবহণের একটি বাসের পেছনে ধাক্কা দেয়। এরপর ভ্যানটি উল্টে যায়। এতে কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়েন জাহিদ। ঘটনাস্থলে তিনি মারা যান। খবর পেয়ে গাড়ির নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এসআই আরও জানান, বাস ও কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
নিহত জাহিদের চাচাত ভাই সিহাব মোল্লা জানান, তাদের বাড়ি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার পশ্চিম কৃষ্ণপুর গ্রামে। জাহিদ রঙ মিস্ত্রির কাজ করতেন। চট্টগ্রামে কাজ শেষে করে সকালেই তিনি ঢাকায় আসেন। এখান থেকে গ্রামের বাড়ি যাওয়ার কথা ছিল তার। জাহিদের দুই ছেলে ও এক মেয়ে আছে।