পেশাজীবীদের বিরুদ্ধে মামলায় ইউট্যাবের নিন্দা
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বিশিষ্ট চিকিৎসক ডা. রফিকুল ইসলামসহ অন্যান্য পেশাজীবীদের নামে মামলা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। একইসঙ্গে পুলিশের করা মামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদসহ অবিলম্বে পেশাজীবীদের মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি।
গতকাল বৃহস্পতিবার (২ মার্চ) ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান এক বিবৃতিতে এ প্রতিবাদ ও দাবি জানান।
বিবৃতিতে তারা বলেন, ‘বিদ্যুৎ, গ্যাসসহ নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে গত শনিবার জেলায় জেলায় পদযাত্রা কর্মসূচি পালন করেছে বিএনপি। দেশব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠি জেলা বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিনা উসকানিতে অতর্কিত হামলা চালায়। এতে দলটির অসংখ্য নেতাকর্মী আহত হয়। যা বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে।
‘এখন উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপাতে পেশাজীবী নেতা ও বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামসহ বিএনপির ৩৮ নেতা-কর্মীর নামে এবং শতাধিক নেতাকর্মীকে অজ্ঞাত আসামি করে মিথ্যা ও বানোয়াট মামলা করা হয়েছে।’
ইউট্যাবের নেতৃদ্বয় আরও বলেন, ‘রাষ্ট্রের অর্থে লালিত-পালিত একটি বাহিনীর এমন পক্ষপাতদুষ্ট আচরণ কিছুতেই কাম্য নয়। এতে রাষ্ট্রের এ বাহিনীর প্রতি নাগরিকদের আস্থাহীনতা বাড়বে না বরং দেশে একটা বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠবে। কারণ, নিরপরাধীরা শাস্তি পেলে অপরাধ বাড়তেই থাকবে। বিচারহীনতার সংস্কৃতি দেশকে অন্ধকারের দিকে নিয়ে যায়। এমতাবস্থায় অবিলম্বে পেশাজীবীসহ বিএনপির নেতাকর্মীদের নামে করা মামলা প্রত্যাহারের দাবি জানাই। একইসঙ্গে সরকারকে নির্যাতন-নিপীড়নের অশুভ পথ ছেড়ে গণতন্ত্রের পথে ফিরে আসার আহবান জানাই।’