সরকারবিরোধীদের পদযাত্রা আজ, শান্তি সমাবেশ আ.লীগের
সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ যুগপৎ আন্দোলনের ১০ দাবিতে নতুন কর্মসূচি পদযাত্রা নিয়ে মাঠে নামবে বিএনপি। আজ শনিবার (৪ মার্চ) থানায় পার্যায়ে এ পদযাত্রা কর্মসূচি পালন করবে দলটি। এদিন শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গত বছর থেকে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে বিএনপি। আজ সকালে দেশের মহানগরের থানায় পর্যায়ে পদযাত্রা কর্মসূচি পালন করবে দলটি। এর আগে গত ১০ ডিসেম্বর ঢাকায় বিভাগীয় গণসমাবেশ, ৩০ ডিসেম্বর গণমিছিল এবং ১৬ জানুয়ারি সমাবেশ-মিছিল কর্মসূচি পালন করে দলটি। এরপর জেলা, মহানগর এবং ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি পালন করে তারা।
বিএনপির এসব কর্মসূচির দিনে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ। আজও তারা এই শান্তি সমাবেশ করবে। যদিও কর্মসূচি ঘিরে ঢাকায় এর আগে আওয়ামী লীগ ও বিএনপিকে সেভাবে মুখোমুখি হতে দেখা যায়নি। বিএনপির কর্মসূচিস্থল থেকে দূরে এসব কর্মসূচি পালন করে আসছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা।
আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মহানগরের থানায় পর্যায়ে পদযাত্রা কর্মসূচির নামে বিএনপি বিশৃঙ্খলা তৈরি করতে পারে। তা মোকাবিলায় এ কর্মসূচি পালন করা হবে। একইসঙ্গে দেশের অন্য মহানগরেও এই কর্মসূচি পালন করবে দলটি। সেখানে নগর ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
বিএনপির পদযাত্রা
শনিবার সব মহানগরের থানায়-থানায় পদযাত্রা কর্মসূচি সফলভাবে পালন করতে ব্যাপক প্রস্ততি নিয়েছে বিএনপি। পূর্ব ঘোষিত এ পদযাত্রা কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করতে সমন্বয় টিম গঠন করেছে দলটি। ঢাকা মহানগর দক্ষিণে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চট্টগ্রাম মহানগরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, কুমিল্লা মহানগরে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, নারায়ণগঞ্জ মহানগরে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, সিলেট মহানগরে বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, খুলনা মহানগরে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ফরিদপুর মহানগরে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ আযম খান, ঢাকা মহানগর উত্তরে প্রধান সমন্বয়কারী বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, রাজশাহী মহানগরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের মিজানুর রহমান মিনু, গাজীপুর মহানগরে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বরিশাল মহানগরে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, রংপুর মহানগরে বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু এবং ময়মনসিংহ মহানগরে বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে প্রধান সমন্বয়কারী করা হয়েছে।
রাজধানীতে এলডিপি থাকবে পূর্বপান্থপথে
আজ বিকাল ৩টায় রাজধানীর পূর্বপান্থপথের এফডিসি সংলগ্ন এলডিপির কার্যালয়সহ রাজধানীর আরও তিনটি স্থানে পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি। ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম এলডিপির নেতৃত্বে পদযাত্রা অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগর উত্তর এলডিপির পদযাত্রা বাড্ডার সুবাস্তু নজর ভ্যালি হতে লিংক রোড, ঢাকা মহানগর দক্ষিণের পদযাত্রা এলডিপির কেন্দ্রীয় কার্যালয় হতে মগবাজার হয়ে পার্টি অফিস, ঢাকা মহানগর পূর্ব এলডিপির পদযাত্রা কাজলা ব্রিজ হতে যাত্রাবাড়ী, ঢাকা মহানগর পশ্চিম আদাবর নবদয় হাউজিং কাঁচাবাজার হতে চার রাস্তার মোড়। এ ছাড়া রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ মহানগরে পদযাত্রা কর্মসূচি পালন করবে এলডিপি।
১২ দলীয় জোট থাকবে বিজয়নগর পানির ট্যাংকির সামনে
বিজয়নগর পানির ট্যাংক সংলগ্ন রাস্তা থেকে শুরু হয়ে দৈনিক বাংলা মোর ঘুরে কালভার্ট রোড হয়ে আবারও বিজয়নগর পানির ট্যাংকির সামনে পদযাত্রা করবে ১২ দলীয় জোট। বেলা ১১টায় তারা কর্মসূচি পালন করবে। ১২ দলীয় জোটের শীর্ষ নেতাকর্মীবৃন্দ ওই পদযাত্রা কর্মসূচিতে অংশগ্রহণ নেবেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা।
আওয়ামী লীগের শান্তি সমাবেশ
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলয় সমদ্দার বাপ্পী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘৪ মার্চ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ প্রতিটি থানায় শান্তি সমাবেশ করবে। সমাবেশে দলের কেন্দ্রীয় নেতারা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ঢাকার শ্যামপুর কদমতলিতে কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম; যাত্রাবাড়ী ডেমরায় বন ও পরিবেশ সম্পাদক মো. দেলোয়ার হোসেন; ওয়ারি, গেন্ডারিয়া, সূত্রাপুরে প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম; লালবাগ, চকবাজার, কোতোয়ালি, বংশালে প্রেসিডিয়াম সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন; মতিঝিল, পল্টন, শাহবাগ, শাহজাহানপুরে ড. আব্দুর রাজ্জাক ও মো. সাঈদ খোকন; মুগদা, সবুজবাগ, খিলগাওয়ে আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু; কলাবাগান, হাজারিবাগ, নিউমার্কেট ধানমণ্ডিতে মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃনাল কান্তি দাস উপস্থিত থাকবেন।’
বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানান, বিদ্যুৎ, গ্যাস ও চাল, ডাল, তেল, চিনি, আটাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো, দমন-পীড়ন বন্ধ, দেশনেত্রী খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাকর্মীদের নিশর্ত মুক্তি, জনদুর্ভোগ সৃষ্টিকারী গণবিরোধী সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে শনিবার দেশব্যাপী সব মহানগরের থানায় পদযাত্রা কর্মসূচি পালিত হবে। পদযাত্রা কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জানাতে চাইলে ঢাকা মহানগর বিএনপির উত্তরের সদস্য সচিব আমিনুল হক এনটিভি অনলাইনকে বলেন, ‘মহানগরে বিএনপির পদযাত্রা কর্মসূচি সফল বাস্তবায়নে আমাদের সর্বাত্মক প্রস্ততি রয়েছে। বিএনপির গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করে। দেশের মানুষকে সঙ্গে নিয়েই এই সরকারকে বিদায় করে জনগণের সরকার প্রতিষ্ঠা করবো, ইনশা আল্লাহ।’
আমিনুল হক বলেন, ‘আওয়ামী লীগকে বারবার আহ্বান জানিয়েছেন আমাদের দলের মহাসচিব, যাতে বিএনপির কর্মসূচির দিন তারা কর্মসূচি না দেয়। তারা কোনো কর্ণপাত করেনি। কিন্তু বিএনপি কোনো উসকানিতে পা দেবে না। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করব।’
এদিকে, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘আমাদের প্রতিটি থানা-ওয়ার্ডের নেতাকর্মীরা মিছিল নিয়ে শান্তি সমাবেশে যোগ দেবেন। তবে, আমরা কারও কর্মসূচিতে বাধা দেব না। আমরা শান্তি বজায় রাখার জন্য আমাদের কর্মসূচি নিয়ে মাঠে থাকব।’
বিএনপি অগ্নিসন্ত্রাসী, খুনি এবং বাংলাদেশের উন্নয়ন-অগ্রযাত্রা ব্যাহত করার জন্য ষড়যন্ত্র করছে দাবি করে তা শান্তি সমাবেশের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরা হবে বলে জানিয়েছেন বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন। তিনি বলেন, ‘বিএনপির যেন তাদের ষড়যন্ত্র কোনোভাবে কার্যকর করতে না পারে, গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন করতে না পরে এবং সাংবিধানিক শূন্যতা তৈরি করতে না পারে—সে জন্য গণতন্ত্রকামী দেশবাসীর সঙ্গে আওয়ামী লীগ রয়েছে। সেই জন্য আওয়ামী লীগ শান্তি সমাবেশ করবে।’