আর্জেন্টিনার জার্সি পেলেন হাত-পা হারানো মেসিভক্ত মতিন
আর্জেন্টিনা ফুটবল দলের ভক্ত আব্দুল মতিন। এক বিশ্বকাপে প্রিয় দলের প্রতি ভালোবাসায় টানাতে গিয়েছিলেন পতাকা। এতে বিদ্যুৎস্পষ্ট হন তিনি। পরে প্রাণে বাঁচলেও হারান দুই হাত, দুই পা। এরপরও দমে যাননি ফেনীর এই ফুটবলপ্রেমী। বছরের পর বছর প্রিয় দলকে সমর্থন জুগিয়ে নজর কেড়েছেন সবার। কাতার বিশ্বকাপের সময় আর্জেন্টিনাকে নিয়ে তার বিভিন্ন কর্মকাণ্ড নজর কাড়ে আর্জেন্টিনার গণমাধ্যমেও।
আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগে আন্দ্রেস ক্যাফিয়েরো গত ২৭ ফেব্রুয়ারি (সোমবার) তিন দিনের সফরে ঢাকায় আসেন। নিজের সঙ্গে তিনি এনেছিলেন মতিনের জন্য আর্জেন্টিনা দলের একটি জার্সি।
সেই জার্সি নিতে আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণ পেয়েছিলেন মতিন। ঢাকা সফরের সময় আর্জেন্টাইন দূতাবাস উদ্বোধন করেন ক্যাফিয়েরো। সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতিন। উপহারের জার্সি তার হাতে তুলে দেন ক্যাফিয়েরো।
মতিনের বাড়ি ফেনীর দাগনভূঞাঁ উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে। ২০১৪ সালে বিশ্বকাপ ফুটবল শুরুর কয়েকদিন আগের ঘটনা। ওই বছরের ২৮ মার্চ লক্ষ্মীপুর শহরের আজিম শাহ মার্কেটের তিন তলার ছাদে অ্যালুমিনিয়াম রড দিয়ে পতাকা টানাচ্ছিলেন মতিন। হঠাৎ বিদ্যুতের প্রধান তারের সঙ্গে লেগে যায় অ্যালুমিনিয়াম রডটি। মুহূর্তেই ছিটকে পড়েন তিনি। অজ্ঞান হয়ে যান।
পরে স্থানীয় ব্যবসায়ীরা মতিনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ইনফেকশন হওয়ায় তার হাত-পা বাঁচাতে পারেননি চিকিৎসকেরা।
এদিকে, পুরো চিকিৎসায় প্রায় সাত থেকে আট লাখ টাকা খরচ হয়ে যায়। দোকান, ব্যবসা সব ছিল মতিনের, কিন্তু সব হারান। এখন আত্মীয়-স্বজন আর প্রতিবেশীদের সহায়তায় চলছেন তিনি।
পুনশ্চ : নিউজটিতে ভুলবশত আর্জেন্টাইন কিংবদন্তি মেসির অটোগ্রাফ সংবলিত জার্সি পেয়েছেন মতিন বলে প্রকাশিত হয়েছিল। পরে মতিন জানান, এটি মেসির অটোগ্রাফ দেওয়া জার্সি নয়, আসলে এটি আর্জেন্টিনার জার্সি; যেটি আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী তাঁকে উপহার দিয়েছেন।