মারা গেছেন নৃত্যপরিচালক মাসুম বাবুল
দেড় হাজারের বেশি সিনেমার নৃত্যপরিচালক মাসুম বাবুল (৬৫) মারা গেছেন। সোমবার বিকেল ৫ টা ৪৫ মিনিটে রাজধানীর ফুলবাড়িয়ার (গুলিস্তান) নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মাসুম বাবুলের মৃত্যু খবর নিশ্চিত করেন নায়ক জায়েদ খান।
জানা গেছে, আজিমপুর গোরস্তানে মাসুম বাবুলকে দাফন করা হবে। প্রায় দেড় বছর যাবৎ তিনি ক্যানসারের সঙ্গে লড়াই করেছেন।
দীর্ঘ সিনেমা জীবনে মাসুম বাবুল প্রায় দেড় হাজারের বেশি সিনেমার কোরিওগ্রাফার ছিলেন। তিনবার জাতীয় নৃত্য পরিচালক হিসেবে চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।