কিছু পুলিশ নিজেদের আইনের ঊর্ধ্বে মনে করছে : মিজানুর রহমান
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, ‘কিছু পুলিশের মধ্যে ঔদ্ধত্য বেড়ে গেছে, স্পর্ধা বেড়ে গেছে, বাড়াবাড়ি বেড়ে গেছে। কেননা, তারা নিজেদের আইনের ঊর্ধ্বে মনে করছে।’ তিনি আরো বলেন, ‘এ জন্য পুরো পুলিশ বাহিনীর সুনাম ক্ষুণ্ণ হচ্ছে।’
শনিবার বিকেলে সাভারের আশুলিয়ার দত্তপাড়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অস্থায়ী ক্যাম্পাসে চতুর্থ ডিআইইউডিসি জাতীয় বিতর্ক মহোৎসবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন মিজানুর রহমান।
মিজানুর রহমান বলেন, ‘পুলিশ নিজেদের ক্ষেত্রে আইনও প্রয়োগ করছে না। পুলিশের বিরুদ্ধে কেউ অভিযোগ করলে পুলিশ নিজেরাই তদন্ত করছে। সেই তদন্তে পুলিশের বিরুদ্ধে জনগণের আস্থা আছে বলে মনে হয় না।’
শিশুদের পরিস্থিতি তুলে ধরে মিজানুর রহমান বলেন, ‘এর পূর্বে শিশুদের বিরুদ্ধে যত অপরাধ হয়েছে, সে অপরাধগুলোর যথাযথ আইনের প্রয়োগ ও শাস্তি লক্ষ্য করিনি। শুধু সিলেট ও খুলনার দুটি ক্ষেত্রে আমরা যে তাৎক্ষণিক এবং দ্রুত যে বিচার দেখেছি, এ রকম বিচার যদি অন্য প্রত্যেক অপরাধীর ক্ষেত্রে করা যেত, তাহলে একটি শক্ত বার্তা পৌঁছানো সম্ভব হতো। যেহেতু এ বার্তা পৌঁছানো সম্ভব হয়নি, সেহেতু শিশুদের শিকার হওয়ার প্রবণতা রয়েই গেছে। এবং যাঁরাই অপরাধগুলো করছেন, তাঁরা আইনের ঊর্ধ্বে রয়েছেন বলে মনে করেন।’
অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের সভাপতি এরফান এলাহী শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান সবুর খান, উপাচার্য ড. ইউসুফ এম ইসলাম, ক্লাবের মডারেটর ফারহানা হেলাল মেহতাব প্রমুখ।