আহাজারিতে ভারি ঢামেক, রক্তদাতাদের যেতে আহ্বান
রাজধানীর গুলিস্তানে নর্থ সাউথ রোডের সুরিটোলা স্কুলের কাছাকাছি একটি বহুতল ভবনে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত চৌদ্দজন নিহত হয়েছে। এ ছাড়া অর্ধশতাধিক আহত হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। এরমধ্যে সেখানে আহতদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে উঠেছে। এমন অবস্থায় স্বেচ্ছায় রক্তদাতাদের ঢামেকে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
আজ মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনার পর আহতদের রিকশা, ঠেলাগাড়ি, ট্রাক, গাড়ি, এ্যাম্বুলেন্সসহ যে যেভাবে পারছে, আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া এনটিভি অনলাইনকে বলেন, ‘এখন পর্যন্ত ঢাকা মেডিকেলে আটজন মারা গেছে।’
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, বিস্ফোরণের ঘটনায় আমাদের এগারোটি ইউনিট সেখানে কাজ করছে। আহতদের ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে অনেকে গুরুতর আহত।’