ঢামেকে স্বজনদের সহায়তায় কাজ করছে ছাত্রলীগ
রাজধানীর গুলিস্তানে বিস্ফোরণে আহতদের জন্য কাজ করছে ছাত্রলীগ। রক্ত সরবারহে ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সি বিভাগের সামনে ক্যাম্প বসিয়েছে তারা। বিভিন্ন মেডিকেল কলেজ থেকে ছাত্রলীগের ইন্টার্নি চিকিৎসকরা সেখানে কাজ করছেন। সংগঠনটির নেতাকর্মীরা আহতদের প্রয়োজন হলে রক্ত সরবারহ করছেন।
ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, ‘আজকের ঘটনায় আমরা সমবেদনা জানাই। আমরা মানবিক বিবেচনায় এখানে এসেছি। আমাদের ভলন্টিয়াররা কাজ করছে। যেকোনো ধরণের সহায়তায় বাংলাদেশ ছাত্রলীগ পাশে থাকবে।’
ছাত্রলীগের সভাপতি বলেন, ‘মূলত আমরা এখানে রক্তদান নিয়ে কাজ করছি। কোনো স্বজন কিংবা হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা রক্ত সরবারহ করব। আমরা আমাদের নেতাকর্মীদের রক্তের গ্রুপ এখানে এন্ট্রি করে রাখছি।’
সাদ্দাম বলেন, ‘অনেক রেয়ার রক্তও রয়েছে যেগুলো সরবারহ কষ্টকর। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী রক্ত সরবারহ করব। এ ছাড়াও তথ্য সহায়তাসহ যেকোনো ধরনের সহায়তায় ছাত্রলীগ পাশে থাকবে।’