শঙ্কায় আইসিইউতে থাকা এক ইন্টার্ন ডাক্তার, বাকিদের অবস্থা উন্নতির দিকে
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এখন পর্যন্ত ২০ জন চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক। তিনি বলেন, ‘আহতদের মধ্যে একজন ইন্টার্ন ডাক্তার আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। আমরা তাঁকে আশঙ্কামুক্ত বলব না। বাকি সবার অবস্থার উন্নতি হচ্ছে।’
আজ বুধবার (৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ঢামেকের জরুরি বিভাগের সামনে সাংবাদিকদের নাজমুল হক এসব কথা জানান।
ঢামেক পরিচালক বলেন, ‘আমাদের এখানে ১৮টা মরদেহ ছিল। কিন্তু একটা মৃতদেহ সিদ্দিকবাজারের ঘটনায় সঙ্গে সম্পৃক্ত না। অর্থাৎ ১৭ জন এই ঘটনায় মারা গেছেন। এরমধ্যে ১৬ জন জেলা প্রশাসন অফিসের সহযোগিতা নিয়েছেন আর একজন সহযোগিতা ছাড়াই মৃতদেহ নিয়ে চলে গেছেন।’
নাজমুল হক বলেন, ‘১৭ জন নিহতের মধ্যে ১৩ জনের মৃতদেহ হাসপাতালে এসেছে। যা আমরা চিকিৎসা করার সুযোগই পাইনি। বাকি চারজন আমাদের এখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মানবিক বিষয়ের কারণে অনেক নিয়মকানুন শিথিল করা হয়েছে। মরদেহগুলো ময়নাতদন্ত করার কথা বা অন্যান্য পদ্ধতি থাকে। কিন্তু, আমাদের জেলা প্রশাসক অফিস ও পুলিশ প্রশাসন মিলে দ্রুত মরদেহ হস্তান্তর করেছেন।’
নাজমুল হক আরও বলেন, ‘মৃতদেহ যারা নিয়ে গেছেন তারা প্রত্যেকে ৫০ হাজার টাকা করে পেয়েছেন। যারা চিকিৎসাধীন তাদের ১৫-২৫ হাজার টাকা সহযোগিতা করবে জেলা প্রশাসক। এ ছাড়া হাসপাতালের পক্ষ থেকে যাবতীয় চিকিৎসা ব্যয় ও ওষুধ সামগ্রী সম্পূর্ণটাই দিয়ে দেওয়ার চেষ্টা করছি।’